বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

চন্দ্রাণী গোস্বামী



চন্দ্রাণী গোস্বামী / দু'টি কবিতা 

অপাংক্তেয়


কোথাও কোনো অগোছালো প্রেম বেঁচে নেই আর


এই যে মফসসলে সন্ধে নামে, দুরাগামী ট্রেনের ছেড়ে যাওয়ার

তীব্র আওয়াজ, ধানের শীষে চাষাদের ফেলে রাখা আশ্চর্য মায়াবী কুহক

এইসব উড়নচণ্ডী বাউলের কাছে কেঁদেছি বারবার


কোথাও কোনো পাখির ডানা খোলা নেই আর

ফাঁক থেকে গেছে হাতে, মিশে গেছে আকাশের গায়ে নৈঃশব্দের চরাচর


প্রতীক্ষা থেকে অপেক্ষারা মুছে গেলে, ভালোবাসা বড়ো দীর্ঘ সময়...


আজকাল খুব মনে হয়

তুমি ফিরে এলে বিস্ময় আর প্রেম ফিরে আসবে--- 

                                                       আরও একবার। 










অভ্যাসজনিত কিছু কথা


কোনো একদিন উদাসীন বিকেলের সাথে

সিপিয়া রঙা কিশোরী সন্ধ্যার সঙ্গম লাগে,


সেই অপার্থিব শঙ্খলাগা আলোয় জন্ম নেয় 

                                অলৌকিক কিছু ঘাস

টুকরো হয়ে দিগন্তে একটা শব্দ ভাঙে, আর

                         এলোমেলো কিছু নিঃশ্বাস ;


তখনই মনে পড়ে,  তুমি বলেছিলে সেটাই

                               তোমার প্রিয় সর্বনাশ।


এখন মাঝে মধ্যে দুপুর গড়িয়ে গেলে 

সেইসব অসংযমী বিকেলের সঙ্গম দেখবো বলে 

দুয়ার পেরিয়ে চৌকাঠে এসে দাঁড়াই


আমার প্রৌঢ় সময়ের বদ অভ্যেস ....


***********************************************************************************************



চন্দ্রাণী গোস্বামী

জন্ম সত্তর দশকের শেষদিকে। স্কুল জীবন, বড়ো হয়ে ওঠা সবই কলকাতায়। পড়াশোনা স্নাতকোত্তর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কলকাতার একটি কলেজে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আসক্তি। নতুন শতকের প্রথম দশকের শেষ থেকে নিয়মিত লেখালেখি। কবিতা আশ্রম, কৃত্তিবাস, গাঙ্গেয়, অপদর্থের আদ্যক্ষর, বম্বে ডাক, তমোহা, সাজি পত্রিকা, বিকল্প বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন