বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

প্রভাত ভট্টাচার্য



প্রভাত ভট্টাচার্য / দু'টি কবিতা  

দেখা হবে উৎসবে 


দুখী মানুষ বলে ওঠে 

       দিন ভালোটা আসবে কবে?

ভালো দিন তো এসেই গেছে,

        দেখা হবে উৎসবে।

 দেখছি খালি হানাহানি,

        ভালো কিছুই নেই কি তবে- 

আছে ভালো, খুঁজে নিও

          দেখা হবে উৎসবে।

মনটা খারাপ, ভীষণ খারাপ, 

           এমনধারা কদিন রবে? 

ভালো হবার সময় এলো 

            দেখা হবে উৎসবে।

 কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই, 

           আওয়াজ উঠে কলরবে- 

সবই আছে, সবুর করো, 

            দেখা হবে উৎসবে।











শৈশবের খোঁজে 

সে খুঁজে বেড়াতে থাকে 

তার হারানো শৈশব -

যেখানেই থাকুক 

খুঁজে বের করবেই, 

জলে অরণ্যে গুহায়

অথবা কৃষ্ণগহ্বরে ,

চাই তার সাথে পুনর্মিলন। 

ঐ তো দাঁড়িয়ে আছে 

সেই বিস্মৃত শৈশব  ,

সেই উঠোন , ছাদ, 

হরেক মজা যত ,আর

গল্পবলা ঠাকুমা ।

সবই রয়েছে আগের মত। 

সে হাঁটতে থাকে 

শৈশবের হাত ধরে।


***********************************************************************************************



প্রভাত ভট্টাচার্য  

তিনি সব্যসাচী--- এক হাতে সামলান চিকিৎসকের গুরুভার দায়িত্ব আর এক হাতে ফোটান সাহিত্য সৃষ্টির ফুল। দ্য হার্ট, মিশন পসিবল, মাই ডটার, ডিটেক্টিভ সূর্য এবং কবিতা সংকলন - কাগজের মানুষ এবং ফিনিক্স পাখি তাঁর উজ্জ্বল সাহিত্যসৃষ্টি । সম্প্রতি প্রকাশিত তাঁর একটি গ্রন্থ --- 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন