প্রভাত ভট্টাচার্য / দু'টি কবিতা
দেখা হবে উৎসবে
দুখী মানুষ বলে ওঠে
দিন ভালোটা আসবে কবে?
ভালো দিন তো এসেই গেছে,
দেখা হবে উৎসবে।
দেখছি খালি হানাহানি,
ভালো কিছুই নেই কি তবে-
আছে ভালো, খুঁজে নিও
দেখা হবে উৎসবে।
মনটা খারাপ, ভীষণ খারাপ,
এমনধারা কদিন রবে?
ভালো হবার সময় এলো
দেখা হবে উৎসবে।
কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই,
আওয়াজ উঠে কলরবে-
সবই আছে, সবুর করো,
দেখা হবে উৎসবে।
শৈশবের খোঁজে
সে খুঁজে বেড়াতে থাকে
তার হারানো শৈশব -
যেখানেই থাকুক
খুঁজে বের করবেই,
জলে অরণ্যে গুহায়
অথবা কৃষ্ণগহ্বরে ,
চাই তার সাথে পুনর্মিলন।
ঐ তো দাঁড়িয়ে আছে
সেই বিস্মৃত শৈশব ,
সেই উঠোন , ছাদ,
হরেক মজা যত ,আর
গল্পবলা ঠাকুমা ।
সবই রয়েছে আগের মত।
সে হাঁটতে থাকে
শৈশবের হাত ধরে।
***********************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন