বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

অন্তরা সরকার



অন্তরা সরকার / দু'টি কবিতা

ঐ শহর আজও আমায় খোঁজে


চেনা ঐ পথের বাঁকে বিস্তীর্ণ মায়াজ্বাল, উপবাসী 

স্বপ্নের সম্পাদ্যরা খোলে জট,

শতাব্দীর প্রাচীন ঝুরিনামা বট মেঘ ছুঁয়ে 

বসে ছিল এতদিন,

ফাটলের গায়ে জমানো ভগ্নাবশেষ।

খরা কবলিত নদী আজ বানভাসি।

নিয়ন আলোয়  স্পষ্ট পুরানো রাজবাড়ি।

ভাঙ্গা পা নিয়ে অনেকটা পথ হেঁটেছি খালি হাতে 

ফিরে যাব বলে নয়।

শান্তির ঘট ভরা সুধারসে,

তামসী বৃক্ষকে স্নেহের বাঁধনে  প্রাঙ্গনে বরণ করে নাও,

মধু হাওয়ায় ভরা শহরটাকে আমার বুকে 

রাখতে দাও।










স্মৃতি কথা


স্মৃতির পাতায় ভারী কুয়াশা,

বুকে সজলকাজল মেঘের জমা কথা, ধানক্ষেতের 

ওপর প্লাবনের হাঁটু জল অন্ধকারে দ্রবীভূত 

নিষ্প্রভ উজ্জ্বলতা।


 অনাদিকালের এক গৃহহীন পরিব্রাজক,

 হেঁটে যাই অনতিদুর জলভারে,

 নষ্ট হয়েছে ফসল আগুন জ্বালায়,

 মনের মত আশ্রয় খুঁজি ঘোরে।


 শৈশবের উন্মাদনায় চোখে জল আসে,     

কৈশোর, যৌবন মল্লার গান গায়।

স্মৃতিরা ওলটপালট ক্রাচে ভর দিয়ে হাঁটে।

অমোঘ বৈঠা হাতে জীবন তরী বায়।


হাজার হাজার পাতা উড়ে গেছে ধুলোয়,

ক্লান্ত শরীরের রোদে তাপে পুড়ে বেড়াই,

আর কেন তবে? সাঙ্গ হোক যত জ্বালা,  

অনন্ত শয়নে স্মৃতিকথা হারাই।


***********************************************************************************************



অন্তরা সরকার 

প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে অনার্স সহ বিএ পাস এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম এ। বর্তমানে দুর্গাপুরের বাসিন্দা। ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি গভীর অনুরাগী। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। এছাড়া নিজস্ব  একটি গল্পের বই ছয়লাপ এবং দুটি কাব্যগ্রন্থ সাঝবাতি ও নির্ভীক কলমের উপায়ন গত বছর প্রকাশিত হয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন