বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

জুয়েল মাজহার



জুয়েল মাজহারের কবিতা

বাতাস-দোলানো নদীতীরে 


কদমের ফুল, তুমি 

ফুটেছিলে রাত্রিভরে অন্ধকারে ধ্যানে

আশ্চর্য গ্রহের এই বাতাস-দোলানো নদীতীরে


প্রতীকী আকাশে কত দ্রুতচারী মেঘের সঞ্চার

দিগন্তে মাস্তুল আর ঝিকিমিকি সাংকেতিক রেল

--------সকলই অদ্ভুত আর সকলের তুমি


অজস্র পাতার ফাঁকে স্বপ্নভেদী, চিন্তাভেদী প্রার্থনার বল


আমার সংশয়, প্রেম, যাবতীয় মর্মব্যথা নিয়ে

তোমাকে জড়াই আর আমাকে জড়িয়ে থাকে

                 বালি আর ঝড়ের সংকেত


আকাশগঙ্গার তলে 

লুটেরা ডাকুর হাতে বাজিতেছে বাঁশি আর

                 পাখিসব করিতেছে রব


 এসবের মধ্যে তুমি চিরকাল ফুটে থাকো ফুল

ধ্যানে আর আশ্চর্য গ্রহের এই বাতাস-দোলানো 

নদীতীরে 








*************************************************************************************************



 জুয়েল মাজহার


জুয়েল মাজহার বাংলা কবিতায় একটি পরিচিত নাম। তাঁর কবিতাস্বর এতটাই মৌলিক ,নিবিষ্ট পাঠক পাঠমাত্র মোহাবিষ্ট হন। এই কবির কবিতাচর্চা বহুমাত্রিক । তাঁর সৃজনশীল মন কবিতার অনুবাদকর্মেও সমান ক্রিয়াশীল জুয়েল মাজহারের  কয়েকটি জনপ্রিয় বই : 
  কবিতা— দর্জিঘরে একরাত [আগামী, ঢাকা, ২০০৩] মেগাস্থিনিসের হাসি [বাঙলায়ন, ঢাকা, ২০০৯] দিওয়ানা জিকির [শুদ্ধস্বর, ঢাকা, ২০১৩] রাত্রি ও বাঘিনী [বাতিঘর, ২০২০] নির্বাচিত কবিতা [বেহুলা বাংলা, ঢাকা, ২০১৯] অনুবাদ— কবিতার ট্রান্সট্রোমার (নোবেল সাহিত্যপুরস্কারজয়ী সুইডিশ কবি টোমাস ট্রান্সট্রোমারের বাছাই করা কবিতার অনুবাদ সংকলন) [শুদ্ধস্বর, ২০১২] দূরের হাওয়া (বাংলা অনুবাদে ২০০ বিশ্বকবিতা)

1 টি মন্তব্য: