বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

পার্থ প্রতিম গোস্বামী



পার্থ প্রতিম গোস্বামী / দু'টি কবিতা

চীৎকার 


এই যে এত শব্দ ছুটে আসছে হুড়মুড়িয়ে 

তবু গিলে খাচ্ছে নৈঃশব্দ্য 

ক্রমশ সরু হয়ে আসছে আলো 

আর অদ্ভুত দক্ষতায় 

আরও সরু হয়ে ঢুকে পড়ছি নিজেকে পাশ কাটিয়ে 

অন্ধকার কালো করে দিচ্ছে জল

কোনো সুর অবিরল নয় আর 

আকাশ অবধি অনায়াস


তুমি জানো 

শব্দ ততটা জরুরী নয় আর


যতটা জরুরী ঐ সরু আলোর ভেতর ঢুকে 

একটি অসামান্য চীৎকার ||



জল

জানি জল কেন এত ডাকো


অনুপাত সে তো একই

মাটি ও তরলে 


তবু কেন বিষম গরলে 

স্বয়ম্ভূ আগুন দিয়ে জলকে পোড়ায় 


তুমি কি ডাকো নি তাকে সেইভাবে 

যেখানে পৌঁছালে ঢেউ

ভেতরের কান্না শোনা যায় !


**********************************************************************************************



পার্থ প্রতিম গোস্বামী

পেশায় স্কুলশিক্ষক (ইংরেজি ভাষা) পার্থ প্রতিম লিটল ম্যাগাজিন এবং ওয়েবজিনে নিয়মিত লিখছেন। 
 কবিতা লেখা, গান তৈরী ও গান গাওয়া-র মধ্যে জীবনের অপার আনন্দ খুঁজে পান। 
বসবাস পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা টাউন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন