শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

প্রিয় কবি প্রিয় কবিতা * নীরেন্দ্রনাথ চক্রবর্তী




এই বিভাগে আমরা এমন দু-একটি  কবিতা পড়ব , যে-কবিতা আমাদের অন্তর্লোকে বিস্ময় সৃষ্টি করে শুধু নয় ,আমাদের কবিতা পড়ার আনন্দে অবগাহন করায় , প্রতি দিন  প্রতি মুহূর্তে | এই পর্যায়ের কবি যে সব সময়  বিখ্যাতই  হবেন , এমনটা নয় , তিনি অখ্যাত তরুণ তরুণতর কবিও হতে পারেন , কিন্তু ,শর্ত একটাই ,কবিতাটি যেন আমাদের মর্মলোক স্পর্শ করে | স্বরবর্ণ * দশ সংখ্যায় 'প্রিয় কবি  প্রিয় কবিতা ' বিভাগে আমরা পড়ছি কবি  নীরেন্দ্রনাথ চক্রবর্তী-র একটি বিখ্যাত কবিতা 'উলঙ্গ রাজা' যা আজকের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক ----

 


নীরেন্দ্রনাথ চক্রবর্তী


উলঙ্গ রাজা

নীরেন্দ্রনাথ চক্রবর্তী


সবাই দেখছে যে, রাজা উলঙ্গ,তবুও

সবাই হাততালি দিচ্ছে।

সবাই চেঁচিয়ে বলছে শাবাস, শাবাস।

কারো মনে সংস্কার, কারও ভয়-

কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে

কেউ বা পরান্নভোজী, কেউ

কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক;

কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম,

চোখে পড়ছে না যদিও, তবুও আছে

অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়।



গল্পটা সবাই জানে।

কিন্তু সেই গল্পের ভিতরে

শুধুই প্রশস্তি বাক্য-উচ্চারক কিছু

আপাদমস্তক ভিতু, ফন্দিবাজ অথবা নিবোর্ধ স্তাবকই ছিল না

একটি শিশুও ছিল-

সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু।

নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়-

আবার হাততালি উঠছে মুহুর্মুহু

জমে উঠছে স্তাবক- বৃন্দের ভিড়।

কিন্তু সেই শিশুটিকে আমি

ভিড়ের ভিতর আজ কোথাও দেখছি না।

শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোন

পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে?

নাকি সে পাথর-ঘাস-মাটি নিয়ে খেলতে খেলতে

ঘুমিয়ে পড়েছে কোন নির্জন নদীর ধারে কিংবা

প্রান্তরের গাছের ছায়ায়


যাও, তাকে যেমন করেই হোক খুজেঁ আনো।

সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক।

সে এসে হাততালির উর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক;

রাজা, তোর কাপড় কোথায়?


*********************************************************************************************



************************************************************************************************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন