বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

আব্দুস সাত্তার বিশ্বাস



আব্দুস সাত্তার বিশ্বাস / তিনটি কবিতা

অভিন্ন আত্মা 


তুমি নয় কে নয় বলো

আমিও নয়ই বলি;

তুমি হ্যাঁ কে না বলো না

আমিও বলি না;

তুমি ঘাসকে ঘাস আর সবুজকে সবুজ বলো 

আকাশকে আকাশ আর বাতাসকে বাতাস বলো 

মাঠকে মাঠ আর নদীকে নদী...

আমিও বলি;

তুমি আকাশে চাঁদ দেখো, সূর্য দেখো

গাছে ফুল, ফল, পাতা, 

ফুলে মৌমাছি, মৌচাকে মধুপ, 

নদীতে ঢেউ, কূলে নৌকা... 

আমিও দেখি;

তোমার চোখে যা সুন্দর 

আমার চোখেও; 

তুমি যেটা পছন্দ করোনা

আমারও পছন্দ নয়;

তুমি যা দেখো আমিও দেখি---

তুমি আমি তবুও কি অভিন্ন আত্মা হবোনা!  



এবার বোঝ 

রবি, 

তুই আমার একমাত্র প্রিয় বন্ধু;

মনের যত কথা তোর সামনে খুলে বলা যায় 

কোন ব্যাকরণ লাগেনা--- 

এবার বোঝ, কেন তুই আমার একমাত্র প্রিয় বন্ধু! 












সব ময়নাতদন্তে চলে যায় 

গো-ভাগাড় আর নেই

চোখে পড়ে না 

আজকাল গোরু মরেনা

যদিও বা দু একটা মরে 

মানুষ ফেলে না 

কেটে খেয়ে নেয়...


শকুনও উড়তে দেখা যায়না 

তারা বিলুপ্তির পথে

গো-ভাগাড় না থাকলে উড়বে কোথায় 

খাবে কী

মানুষই সব খাবার খেয়ে নিচ্ছে


ফলে গো-ভাগাড় গুলো এখন 

মানুষ ভাগাড় হয়ে গেছে

প্রতিদিন মানুষের লাশ পড়ে থাকে 

কারও গলা কাটা, কারও নলি কাটা, 

কারও হাত নেই, কারও পা নেই, 

কারও মাথা ধড় আলাদা,

কারও... 

কী নৃশংস খুন! 


কিন্তু শিয়াল-কুকুর গুলো ফিস্ট করবার আগে 

গাড়ি এসে হাজির, 

সব ময়নাতদন্তে চলে যায়...


*********************************************************************************************



আব্দুস সাত্তার বিশ্বাস 

1977 সালের 15ই আগস্ট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার সারাংপুর খাসপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কবি, গল্পকার এবং ঔপন্যাসিক। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু পত্র পত্রিকায় তিনি লেখালিখি করেন। তার মধ্যে আনন্দবাজার পত্রিকা, দৈনিক যুগশঙ্খ পত্রিকা, তথ্যকেন্দ্র পত্রিকা, সৃজন সাহিত্য পত্র 'প্রয়াস' পত্রিকা, আলো সাহিত্য পত্রিকা, বোধন সাহিত্য পত্রিকা, দুর্বার নিউজ, জিরোবাউন্ডারি কবিতা পত্রিকা, খেয়ালি পত্রিকা, শেকড় সাহিত্য পত্রিকা ও আরও অনেক পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। 2018 সালে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত গল্প 'একটি প্রশ্ন', 2017 সালে তথ্যকেন্দ্র পত্রিকায় লিটল ম্যাগাজিনের গল্প বিভাগে প্রকাশিত গল্প 'সব ঠক'। লেখালিখি সেই ছেলেবেলা থেকে। দাদু নইমউদ্দিন বিশ্বাস ছিলেন নজরুল গবেষক। প্রিয় নেশা গাছ লাগানো ও বই পড়া। পেশা: হকারি। প্রকাশিত গ্রন্থ 'সফেদা' (উপন্যাস)। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন