নাসির ওয়াদেন / দু'টি কবিতা
মায়াজাল
ভাঙাচোরা সকাল আর মুচড়ানো বিকেল
দুটোকে ছুঁড়ে দিলাম ফেরিওয়ালার বুকে
সত্য সনাতন একদিন সেই গা বেয়েই
এলো মাতন্ড শিহরণ, আছি বড় আতঙ্কে
সন্ধ্যারঙ ভেসে ওঠে অবিমৃশ্য চাঁদ জলে
মায়াবী সিন্ধুরস জমে যায় অবিশ্বাসের গাছে
হলুদ পবণ ছুটে আসে সোনার তরির পালে
যে যায় সে আসতে চায় না,তার ধারেকাছে
হাওয়ার পিঠে চড়ে বুনোমেঘ ফোঁস ফোঁস করে
অন্তর্দাহ মায়াজাল জড়িয়ে গেছে মনের গভীরে
পৃথিবী
কতটুকু প্রস্তুত তুমি,তছনছ পৃথিবীর আলো
নাই তাতে সত্য মিথ্যা অস্পষ্ট, অধরা
একঝাঁক বাতাস ক্ষণিক মুহূর্তে জমকালো
দ্বিধাহীন দ্বন্দ্বে ছন্দে ভাসমান তারা
অদক্ষতা,অহমিকা,অহংকার,কলা, ছলবলে
সামলে নেওয়া যত সহজে,ধৈর্য্যে,ভালবেসে যা
বলা যায়নি, কথা দিয়েই কথা খুঁজি স্বসলিলে
ডুব…
**********************************************************************************************
প্রথম কাব্যগ্রন্থ : ২০০৬ সালে " কাঞ্চীদেশ " প্রকাশনী (বীরভূম) থেকে প্রকাশকের বারংবার অনুরোধে প্রথম কাব্যগ্রন্থ " বুক ছুঁয়েছি নগ্ন রাতে " জীবনে শপথ নিতে এই কাব্যগ্রন্থ খানি প্রকাশ পেয়েছে । এই গ্রন্থখানি মুর্শিদাবাদের জেলা বইমেলা বহরমপুরে ২০০৬ সালেই কবি প্রভাত চৌধুরী মলাট উন্মোচন করেন । " প্রিয় ফুল ও অভিমানী ইচ্ছেরা, অন্ধকার কূরুক্ষেত্র খোঁজে, বিবর্ণ বৃষ্টি ভেজা দাগ, কোকিল ডাকলেই বসন্ত আসে, সভ্যতার নামে চাকা একাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে । এছাড়া মগ্ন পদাবলী, কবিতা কৌমুদী,শীত রঙের মেঘ ইত্যাদি একাধিক যৌথ কাব্যে একাধিক কবিতা প্রকাশিত হয়েছে ।শিক্ষকতা পেশা হিসেবে বেছে নিয়েছেন। সামাজিক আন্দোলনে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন । ছোটগল্পের বই " অথবা অন্য পৃথিবী " ২০১৩ সালে কাঞ্চীদেশ সাহিত্য পুরস্কার লাভ করে । " নির্বাচিত প্রবন্ধ " গ্রন্থ কবিতা বিষয়ক গদ্যের বই। কবি নীরবে সাহিত্য চর্চা করে চলেছেন । নন্দন, কৃত্তিবাস মাসিক, গণশক্তি, পুবের কলম, দিনদর্পণ, নতুন গতি সহ দেশের বিদেশের শতাধিক পত্র পত্রিকাতে লিখেছেন ।কবি নিজেকে নয়ের দশকের কবি হিসেবে মনে করেন ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন