গোবিন্দ মোদক / একটি কবিতা
তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন
দগ্ধদিনের সমূহ তাপ
খসে খসে পড়ছে শুকনো পাতার মতো,
জীবনের উদ্বৃত্ত কিছু সময়যাপন জুড়ে
কবি লিখে চলেছেন অসমাপ্ত জীবনকাব্য;
তিনি জানেন — ক্ষণস্থায়ী জীবন জুড়ে
অনেক অনেক কাঁটার আঁচড়,
নিত্যদিনের রক্তক্ষরণের উর্বর ইতিহাস,
তবু মধ্যদিনের খরসূর্যকে অগ্রাহ্য করে
তাঁকে এগিয়ে যেতে হয় আগামীর খোঁজে;
তাঁর ঘ্রাণেন্দ্রিয় পীড়িত হয় সবুজ পোড়া গন্ধে,
তাঁর মন বিচলিত হয় নদী শুকিয়ে যাওয়ার দুঃখে,
তাঁর হৃদয় ব্যথিত হয় ক্রমবর্ধমান অক্সিজেনহীনতায়,
তাঁর দু'চোখ কুয়াশাচ্ছন্ন হয় অসময় ধোঁয়াশায়,
তাঁর অন্তঃকরণ ক্ষতবিক্ষত নিদারুণ অমানবিকতায়,
তাঁর বোধ অবলুপ্ত হয় ক্রমবর্ধমান আগ্রাসনে,
তাঁর শরীর ক্লান্ত হয় নিদারুণ পরাধীনতায়,
তবুও প্রতিশ্রুতিবদ্ধ তিনি —
আগামীর জন্য রেখে যাবেন এক টুকরো সবুজ মাটি,
রচনা করে যাবেন আশ্বাসের ইতিকথা
আর মাভৈঃ কিছু অমোঘ উচ্চারণ।
****************************************************************************************************
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ * গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন