মৃন্ময় মাজী / দু'টি কবিতা
একান্ত আপন
আসলে কবিতা লিখে কেও
বড় লোক হয়না আবার বড় লোকে
কবিতা লেখে না তাও নয়
আমি বড় হতে চাই না তো
তাই আকাশের বুকে খোঁচা দিতে থাকি
ঝরে পড়ে দিন, রাত, আলো
আলো মাখি, ভিজি
মেঘের গলিতে গামছা বিছিয়ে, তুলে
আনি স্বপ্ন ভাঙা ফুলের পাপড়ি গুলি...
তুমি ওই ভাবে বোলোনা এবার!
আমি পর নই...
পর নয় অতীত সময়
যেভাবে দিনের শেষে দিন
গোধুলি ডিঙিয়ে মাখে রাত
যেভাবে শীতের কুয়াশায় ঢাকে ঘর
হতে পারে তেমন ছোঁয়াও
একান্ত আপন...
এপথ আমার চেনা
যে ক'টা দিনের শেষে কবিতা এল না
সেগুলো আমার নয়,
রক্তের লালের রেখা পাতায় পাতায়
হেঁটে ফিরি তাদের গলিতে
এপথ আমার চেনা
প্রতি মাসে যজ্ঞ করি,ধোঁয়া
ওঠে, বাতাসের চোখে জল
এলে, তুমি ফিরে আসো
আমি মেতে উঠি আরো...
**********************************************************************************************
মৃন্ময় মাজী
জন্ম ৮ এপ্রিল ১৯৯০
সুন্দরাবাঁধ ( রঘুনাথপুর ২ নং ব্লক) ,পুরুলিয়া থেকে লিখছেন।
পিতা সুভাষ চন্দ্র মাজী, মাতা পার্ব্বতী মাজী। ২০২০ সাল থেকে মূলত লেখালেখি শুরু,
পাশাপাশি সেই বছর থেকেই শিল্পজগৎ ওয়েব ম্যাগাজিন-এর সম্পাদনা,যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন