বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

সোমা মুখোপাধ্যায়


 

সোমা মুখোপাধ্যায় / দু'টি কবিতা 

চাঁদ নেমে আসে

           

কোনো কোনো দিন গৃহস্তের উঠোনে 

চাঁদ নেমে আসে।

ধীরে ধীরে তা বর্ণমালা হয়ে যায়।

 চারিদিকে শঙ্খ বেজে ওঠে।

এ কোন অক্ষরবলয়!

আঙুলস্পর্ষে জোনাকি হয়ে 

খেলা করে শরীর জুড়ে।

এক স্বর্গীয় আলো ছায়াপথ হয়ে

মিশে যেতে থাকে চাঁদের শরীরে।

এ এক অলৌকিক যাপনকথা

আঁচলের খুটে যা বাঁধা ছিল এতদিন।










সন্ধ্যা নেমে আসে ঘাটের কাছে


কোন কোন দিন বৃষ্টির শব্দে  ভেঙে যায় ঘুম

বৃষ্টির নাচের ছন্দ

এগাছে  ওগাছে ডালে পাতায়

ঘর বাড়ি  দেওয়ালে পীচ রাস্তায়।

মাঝে মাঝে ছটা লাগে ওই কদম গাছে

পাতার ফাঁকে ফাঁকে দোলে

থোকা থোকা ফুল যেন  বিনোদিনী রাধা।

পড়ে থাকা অভিমানী প্রেম 

লুকোচুরি খেলে ,বসন্ত মাপে

কোমল রাগে  বাজে এসরাজ।

 সন্ধ্যা নেমে আসে ঘাটের কাছে।


**********************************************************************************************




সোমা মুখোপাধ্যায়

গল্প,কবিতা ও নাটক লেখেন । ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ। বাংলা সাহিত্য নিয়েই পড়াশোনা। "অথপথ "পত্রিকার সহ সম্পাদক হিসাবে কাজ করেন । সোমার একটি শ্রুতিনাটকের দল আছে। শ্রুতিনাটক লেখেন ও নির্দেশনা দেন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন