বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

অনিরুদ্ধ সুব্রত



অনিরুদ্ধ সুব্রত / দু'টি কবিতা

উপপাদ্য নয়


দুটি বিপরীত বৃত্তচাপের ছেদ বিন্দুতে

লম্ব আঁকার চেষ্টা করা হলো

অনুভূমিক একটি সরলরেখার উপর,

স্বাভাবিকভাবেই আরো অনেক গুলো

নতুন নতুন ছেদবিন্দু

আরো অনেকগুলো দ্বন্দ্ব সম্বন্ধ---

যদিও লম্বভাবে দাঁড়াতে চেয়েছিল লক্ষ্য

সাধ স্বপ্ন ইচ্ছে দিতে চেয়েছিল অবয়ব

জীবন বড়ই অনুভূমিক

কৌণিক ভাবে যা-ই ভেবে নেওয়া হোক

কাছে এসে পৌঁছয় আসলে বৃত্তচাপ

এক বা একাধিক,

যারা আসলে কোনও না কোনও

বৃত্তের ভগ্নাংশ

অতএব চাপগুলোর খেয়াল

সম্ভাব্য স্বতন্ত্র বৃত্ত পূর্ণ,

লম্বটি যত সহজে কাগজে আঁকা যায়

জল মাটিতে কেবলই ঋজুতা হারায়

তাই অসম্পূর্ণ বৃত্তাংশের পার্শ্বচাপে ন্যূব্জ,

ছেদবিন্দু গুলোর স্পর্শকাতর দীর্ণতা আর

গতির অভিমুখ-বিঘ্ন সময়

জীবনকে পরিবর্তিত জ্যামিতিক আকারে

অস্থির করে তোলে,

পিথাগোরাসের সামতলিক ক্ষেত্রের ভাবনা

মানে না বলেই

সুনির্দিষ্ট উপপাদ্যে, যথারীতি এই পর্বটি

শেষ পর্যন্ত ব্যাখ্যা করা গেল না---

অঙ্কের বই ও জ্যামিতিবক্স পড়ে রইল ডানে বামে।











উৎকট দংশক দশা

যা সুস্পষ্ট, হাতের তালুতে আলপিনের মতো সত্যি

চামড়ায় উপস্থিতি জানাচ্ছে, ফুটছে, কাঁটার মতো ধাঁর

নরম সেদ্ধ প্রক্রিয়াজাত মাংসের মধ্যে থেকে

বেছে আনা টুকরো হাড়,

তবু এক মূর্খ ব্যবস্থাপনার হাস্যকর

গিলোটিন যন্ত্র চাইছে অস্বীকার।


কাঁচা বাঁশের গায়ে ছাঁটা কঞ্চির

ছুঁচলো শলাকারা হাসছে

আনন্দে নাচছে একটা অপুষ্ট শয়তানীর

পশ্চাৎভেদী অভ্যাসের বাঁকা মুখ

ভাবছে, সোজা কথা কে বলে সোজাসুজি, 

চরম ভেঙিয়ে, চোখ দেখব তার

অথবা লাফাচ্ছে, শিক্ষা ও দীক্ষার 

বিকৃত যৌন মিলনের সন্তান

এফোঁড় ওফোঁড় করে দিতে চেতনার

চোদ্দপুরুষের মানসিক গঠন আকার।


যা জল স্বচ্ছ, তাকে ঘন করে তুলতে

এই ব্যবস্থা এনেছে পাঁকের ব্যবহার

ঘোলাটে তরলে সাঁতারের দখল নিয়েছে

পচন-পুষ্ট কতগুলো কিলবিলে আদিম

পুরু-চামড়া-চোখ যার স্বাতন্ত্র্য বোঝেনি, 

কোনটি বিষ্ঠা ও কোনটি আহার

সেই সব বিষ-লালা ভেজা ঘিনঘিনে অভিপ্রায়,

 হঠাৎ পেছন কামড়ে দেয়

বাল-সুলভ শিকারের গল্প জমিয়ে তুলতে না পারা

ঠোঁট গুলোর গন্ধে 

শেষ পর্যন্ত কেবল কাল-বিঘ্ন হয়।


******************************************************************************************************



অনিরুদ্ধ সুব্রত

জন্ম ১৯৭৪, বনগাঁয়। ছাত্রবয়স থেকে লেখালিখি শুরু। মূলত কবিতা। এছাড়া ফিচার ও ছোটো গল্প। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ- ছয়টি। প্রথম কাব্যগ্রন্থ- 'রোদ ও বোধের দ্বীপে'(২০০৩) এরপর 'আগুনের দিন গুলো নেই', 'নিভৃত আগুনের পদাবলী', 'এক গলিত যুদ্ধ স্রোত', 'কালো ছত্রাক', 'যাপন বিক্রির টেবিল'(২০২১)। সম্পাদিত পত্রিকা- 'উত্তর পক্ষ' । পেশা শিক্ষকতা, নেশা কবিতা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন