শীলা দাশ / দু'টি কবিতা
সীমান্ত লঙ্ঘন
একটা কাঁটা তার বিস্তার করে আছে। পথনির্দেশে প্রতিধ্বনি বেজে ওঠে। কাঁটাতার পেরোলেই চৌকাঠ ময় ফুলকি অথবা আগুনের শিখা থেকে অজস্র জোনাকি। কাছে একটি মেয়ে গাছ রাত পাখিকে ডাকে মিহি সুরে গান গায়। একটি রুপোর কাঠি কে যেন ছোঁয়ায়। এক শিশি সুর্মা মেয়েটার চোখের জলে। এপারে মেয়ে গাছ ওপারে মৌসুমী বাতাস। ছেঁড়া দিগন্তে মেঘেরা রেশমে ভাসে। নষ্ট ভূগোলে পড়ে আছে স্মৃতির প্রেক্ষাগৃহ। পূব আর পশ্চিমের বাতাস পাঁজর বিভাজিত করে মগ্ন কুয়াশার জিভে গিয়ে মেশে। আগ্রাসী ভাসানে উড়ে হাওয়ার ঘুর্নি। সীমারেখায় শৈবালে ঢাকা শব্দ জাগে মাঝে ফিসফিসায় আগুনের কানাকানি। সূর্মার শিশি থেকে নির্গত সুগন্ধ রাশি ভেসে ভেসে এসে ওপারের প্রেমিককে ডাকে হাতছানি দেয় ঝুঁকে পড়ে কাঁটা তারের বাইরে এপারের মেয়ে গাছ। অনুমতি ছাড়া সীমান্ত লঙ্ঘন।
![]() |
মনসার থানে
কতদিন পর এলাম এই মনসার থানে রূপসা নদীতে। প্রণামের মত শুদ্ধ ভোর মন্ত্র পড়ছে। এক মুঠো রোদে যুবক দেবদারুর বুকে টলমল করছে রূপোলী স্বপ্ন ও পারদ উত্তাপ। এখানে নির্জনতা পড়ে আছে সরীসৃপ বাঁকে। সাদা কাশের থরথর কম্পনে ঝিলমিল নরম ছায়া মেলে বীজের ভেতর রঙিন স্বপ্নরা তাথৈ তাথৈ নেচে উঠতেই বৈরাগিনী বিকেল খঞ্জনি বাজিয়ে চলে যায় রাতের নক্ষত্র চুলে গুঁজে।
***********************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন