বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

সজ্জ্বল দত্ত



সজ্জ্বল দত্ত / দু'টি কবিতা  

তালা - ১ 


.... তারপর লাগাতার লোহাঝালাই ফুলকি 

কখনো হালকা কখনো জোরালো রঙ 

                                  আগুনে ফুটছে ছবি 

যতটা সময় শুধু লাগিয়ে ঘোরাতে চাবি 

                                   অন্য ত্রিসীমানা -- 

খাবার 

বাসস্থান 

নড়াচড়া হাবভাব 

সবটা কেমন যেন 


ফাঁকা বাড়ি ঘুরিফিরি .... 


পাঠক বন্ধু হে মেলাও আপন খাতা 

খবর পেয়েছিলাম গোটা বারো বছরে 

ফট্ করে একদিন কালীপুজো সাপবাজি 

গোড়ায় আগুন দিলে কেউটে লম্বা কালো 

সামনে গ্রীলের গেট ফাঁক গলে তলা দিয়ে ...

পেণ্ডুলামের মতো দুলছে বন্ধ তালা 

নির্বিকার হেঁটে গেছি 

সোজাসুজি এগিয়েছি 

হাতে মোটা রিঙএ বাঁধা চাবি 












তালা - ২ 

যতটা সহজ খোলা বেরিয়ে আসতে কালঘাম 

কোথা থেকে টেনে ধরে গরম জ্বলুনি , 

ফুড়ুৎ ফুড়ুৎ সমানে ও বাড়ির ঘরবারান্দা 

                                   রহস্য রোমাঞ্চ 

তুমুল স্বপ্নঘোর - 

ছোট্ট ব্যাসের বৃত্তে পরিযায়ী পাখি আমি 

ক্রমশঃ তলানি আলো অবশ শব্দ তাপ 

পেছনে ছায়াভেতর ঝলসে পুড়িয়ে ফাঁকা । 

রক্ত বলছে স্থিরবার্তা এবার 

ষাট ... সত্তর ... আশি 

তালাচাবি ঠোঁটে নিয়ে একদিন সোজা 

                           পাশে বটগাছ মগডালে 

আশ্চর্য সবুজবৃত্ত বায়ুভর্তি ছবিদেশ 

চারপাশে নীচে কত ফাঁকা বাড়ি খোলা হাট ! 

সাদা ডানা ঝাপটাই 

এবার বিদায় চাবি পাকাপাকি প্রস্তুতি 

উজ্জ্বল নতুন তালায় হাল্কা মরচে তালায় 

                         অনন্ত সরলরেখা 

                                  টানা ইতিহাস লেখা 

চাবি ছুঁড়ে ফেলি সেই মহাপথ গতিস্রোতে 

অপার অন্তরীক্ষ ... সাতঋষি সংসার 

                          আগামীর ধ্রুবতারা আলোয় 


************************************************************************************************



সজ্জ্বল দত্ত

জন্ম : ৬ই নভেম্বর , ১৯৬৮ । কবিতা লেখালেখির সূচনা গত শতাব্দীর ন'য়ের দশকে । কবিতাযাপনের সূচনা থেকে বিস্তারের বড় একটি অংশ কেটেছে নদীয়া জেলার রানাঘাটে । পেশায় ভারতীয় জীবনবীমা নিগমের কর্মচারী কবি সজ্জ্বল দত্ত এই মুহূর্তে ব্যারাকপুর শহরের বাসিন্দা । .... এ যাবৎ প্রকাশিত কবিতার সংকলন : ১ ) স্বাগত শ্রাবণ - জোনাকি ( ১৯৯৭ ) : প্রকাশক - দাহপত্র , ২ ) পোস্টমর্টেম ( ২০০০ ) : প্রকাশক - এই সহস্রধারা , ৩ ) দাগ ( ২০২০ ) : প্রকাশক - ব্যারাকপুর স্টেশন । সম্প্রতি প্রকাশিত----


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন