বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

অনুপ ঘোষাল



অনুপ ঘোষাল / দু'টি কবিতা

নিজের কথা


এখানে সবাই আমার বড্ড চেনা।

কোথাও দেখেছি ওঁদের। 

পথে,বেপথে অথবা 

           বেপরোয়া হিজল ছায়ার ভিতর। 


দুলদুলির ফিরোজ ফকির আর তাঁর 

                  অফুরান ঝোলাটার কথা ...


    কারও নাম বা সাকিন জানি না। 

    মুখগুলোও নড়ে ওঠা জলছবি যেন। 


          আমি কি ভুলে যাচ্ছি সব? 


নাকি, পরিচিত সব কিছু আমাকে এড়িয়ে 

           এগিয়ে যাচ্ছে মহাপ্রস্থানের দিকে? 


    ওঁদের সাথে হাঁটতে পারছি না কেন? 


কেন শুনতে পারছি না 

               হাসি,কান্না,বৃষ্টি ফোটার গান?


  শক্তি দাও। নিজেকে চিনতে পারার শক্তি।


ফিরোজ ফকিরের ঝোলা থেকে 

                 এক সমুদ্র অনন্ত নিয়ে আসি।












বড় হতে হতে


ওরা রাস্তায় থাকে। বড় হয়। 

                  বড় হতেই থাকে প্রতিদিন। 

খিটখিটে উচ্ছে গাছের মতো। 


জলে জ্বর আসে না। 

       রোদে তামাটে হওয়ার মতো

                      খালি নেই চিলতে শরীর। 

বছর দু'য়েক বাদে 

  একই মাচায় বেড়ে যাবে 

           আরও এক রাতে শোওয়া লোক। 


একজন নেমে যাবে মিড-ডে-মিলের দিকে। 


পাকিয়ে ফেলবে হাত। 


প্রাথমিক হিসেবনিকেশ। 

                                 পাঠের অধিক কিছু।

 শিখে নেবে সুতীব্র নখের ব্যবহার।

 চুরি, লুকোচুরি, এলেবেলে রাজসিক নীতি। 


এরপর মোক্ষদা ফার্নিচার, 

     বর্ধিত অটো ভাড়া,নতুন মাচার খোঁজ। 


একদিন সত্যিই শেষবারের মতো...

            আগুনে আর পোড়ে না শরীর। 


পড়ে থাকে আগুন-শরীর।


*********************************************************************************************



অনুপ ঘোষাল

অনুপ ঘোষাল । পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক। লেখালেখির শুরু স্কুল ম্যাগাজিন থেকে। মূলত কবিতাই লিখি। ছোটগল্প লেখার চেষ্টা করি মাঝেমাঝে। পথের মানুষই লেখার প্রেরণা। তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।  নিজের কথা এরথেকে বেশি কিছু নেই। বাকি কথা পাঠক বললেই ভালো লাগবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন