শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

মানসী কবিরাজ




মানসী কবিরাজ * দু’টি কবিতা







প্রেম যেমন

স্তব করি অহরহ, মালা জপি খুব

যেন সেই ইষ্টনাম খানি স্বপ্নেও

না যাই আমি ভুলে!

সে’ও হাসিতে তাহার বুনে দেয়

আফিমের ধুন । পুড়ে যাই 

তার পাতা জালে

যেন আমি, আমি নই । আস্ত এক

জাটিঙ্গা পাখি

ছাই হবে জেনেও যে আগুন-পিয়াসী

নিজেই নিজেকে দেয় ফাঁকি!

ভিতরে ভিতরে বুঝি, দয়ানিধি । সে আসলে

ঘোর ধুরন্ধর

তবুও

নৈবেদ্য সাজাই ফুলেফলে

যেন সশরীরে এসেছে ঈশ্বর …


জানি এই আলেয়ার ভ্রম, একদিন

ভেঙে যাবে ঠিক 

তবুও সলতে পাকাই


চাতালে সাজিয়ে রাখি সব অলৌকিক











অন্বেষণ

তাকে আম দেখিনি কখনও । দেখিনি তার ঘন উত্তলে 

জেগে আছে নাকি কোনও জন্ম-জড়ুলও ! মাদুরের 

ভাঁজ খুলে গেলে 

জানি না বাঁশিতে সে ফুঁ দেয় কিনা ;  কিংবা ফটিক জল 

চাখবার কালে

চোখ তার বন্ধ না খোলা !  কিছুই দেখিনি 

তবু  …..


অপেক্ষা করি । 


যেন সে আসলেই , চইচই হাঁস হবে

বিকালের ঘাটে ! যেন আমার এই সন্ন্যাস তেতে পুড়ে  

ছাই হবে বলে , তার গুপ্ত গলিতে 

সযত্নে রাখা আছে , হিসহিস আগুনের গোলা ! 

যেন এই রসুইয়ের যত নুন, সবটাই

শুষে নেবে বলে, মধ্যমায় পরে আছে সে 

উদ্দাম  ক্যারাটের নীলা …


শুধু ভিতর চাতাল জানে 

সে নয় 

নিজেরই অপেক্ষা লিখি অলীক খিলানে


বাকি সব ব্রজ-মরীচিকা !












*************************************************************



মানসী কবিরাজ 


জন্ম বহরমপুরে। পড়াশোনা মালদা এবং কোলকাতা মিলিয়ে

 মিশিয়ে। পেশায় সরকারি আধিকারিক।

 চাকরি সূত্রে  শিলিগুড়ি এবং  এখানেই স্থায়ী বসবাস।পছন্দ

 বই সিনেমা বাগান আড্ডা এবং ভ্রমণ।

লেখালিখি বানিজ‍্যিক পত্রপত্রিকায়  এবং  লিটল ম‍্যাগাজিনে।

 প্রকাশিত কবিতার বই

পতঝড়  এবং  অনন্ত সাঁতারের ক্লাস।






1 টি মন্তব্য: