শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

হামিদুল ইসলাম




হামিদুল ইসলাম * দু’টি কবিতা 


মায়াগাছ 


পাশ ফিরে শুই 
বিছানা হাতড়াই 
তুমি নেই 
ব্যবধান বাড়ে 


কথার ভেতর মায়া 
মায়া বাদ দিলে কথাগুলো মরে যায় 
বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে 


তবু কাছে টানি। পায়ে ঠেকে পাশবালিশ 
তোমার কান্না শুনি 
মায়াগাছে দোল খায় আমার লাশ 

                             




 









ঝড় 


এক সময় রাত্রি ঘনিষ্ঠ হয় 
নিজের ছায়ায় মিলিয়ে যায় নিকষ আঁধার 
সিঁদুরে মেঘ জমে বুকের ভেতর 
অস্থির হই 


দরজার কড়া নড়ে 
ফিরে আসে ঝড় 
চিদাভাস থেকে বেরিয়ে আসে ঘুণপোকা 
কুরে কুরে খায় হৃদয় 


ঈশ্বর ঈশ্বর করি 
বিষণ্ণ হৃদয় ফুঁড়ে বেরিয়ে যায় ঝড় 




*****************************************************************************************************



হামিদুল ইসলাম


জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম‍্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব‍্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস। 
তিনটি ই কাব‍্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন‍্যাস। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন