শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

প্রাণজি বসাক





প্রাণজি বসাক * দু’টি কবিতা












ফলাফল 


অদ্ভুত চলনে বিকেল সরে যায় সন্ধ্যাও নেমে আসে 

এক অপসৃয়মান অস্তিত্বের আবর্তে ঘুরপাকে পৃথিবী 

অথচ মানুষের ঘুরপাক অন্যরকমের প্রতিযোগিতায়

সবসময়ই যেন লেগে আছে তেরা-মেরা ইধার উধার

রামঠাকুরের মন্দিরে অসহ্য জলবায়ু দরদর ঘামছেন

বাবা - রাতের আঁধারে কতবার যে স্নান হলো ভক্তের 

কত মানুষ ঘোরেফেরে দিনভর কত কাজের নেশায়

একমাত্র ঠাকুরই জানেন কার ঘরে কতটা ফলাফল 

অদ্ভুত ছন্দে সন্ধ্যারতি সাঙ্গ হয় রাতের কোলে মানুষ 

কতবার রাতের আঁধারে মানচিত্র খুলে দেখে মানুষ…






নীল নগ্নতা 


দুঃখ বিষাদ ঘিরে ধরে বসে আছে অপার নীল নগ্নতা 

খোপার চুলে অনীহা অন্ধকার যেন গোল-বলে আবদ্ধ 

নুয়ে পড়ে আছে অগোছালো অহংকার দৃষ্টির বাইরের 

নগ্ন অন্ধকার থেকে সঞ্চয় করা শিক্ষা আর অভিজ্ঞতা 

আলো বহন করা মানুষের মুখগুলোর পাশে দাঁড়িয়ে 

ভাবছ –এই পৃথিবীর সবচেয়ে গুরুতর অসুখের কথা 

এতো আলো এতো আলো উড়ছে নগরের বাতিস্তম্ভে   

ফিনফিনে সাদা পোশাকে তুমি এসে দাঁড়ালে অমরত্বে

তোমার শুকনো মুখ দেখে মানুষেরা জড়ো হয় প্রশ্নের 

তন্ময় দৃষ্টি ছড়িয়ে দুঃখ বিষাদ ভুলে বলে ভালোবাসা




















*************************************************************************



প্রাণজি বসাক 

পেশায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক ও নেশায় কবি। হিন্দি বলয়ে বাংলা ভাষার কবি। কবিতাই একমাত্র জীবনের ওষধি, একথায় বিশ্বাসী। স্কুল ও কলেজ জীবন কেটেছে উত্তরবঙ্গের তুফানগঞ্জ তথা কোচবিহার শহরে। চাকরিসূত্রে রাজধানী দিল্লিবাসী প্রায় ৪৩ বছর। আইআইটি দিল্লির ক্যাম্পাসে এবং আশেপাশে কাটালেন দীর্ঘ জীবন। কবিতা আড্ডা জমে ওঠে এখান থেকেই।

খোলবাদক পিতা ছিলেন তার কবিতার প্রেরণা। মূলত লিটম্যাগের কবি। কবিতা ছোটোগল্প অণুগল্পে তিনি স্বতঃস্ফূর্ত। দেশবিদেশে বহুবার সম্মানিত। বাংলা কবিতা নিয়ে বহুবার বাংলাদেশ এবং দুবার ইউরোপ ভ্রমণ করেছেন।

রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার , ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পুরস্কার,তিনবাংলা সম্মাননা  উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে তিনটি পত্রিকা এবং দুটি কাব্যসংকলন সম্পাদনা করেছেন। তাঁর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ২২ টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন