গোপন কথা
সোমা দাস
ভালোবাসার গোপন কথা শিখিয়েছিল
সেই চাঁদনী রাত।
গেরুয়া রোদে জন্ম নেয় ভারী ওজনের
চিন্তা , ঢেকে দেয় -
সমস্ত লাল দোপাটির চারাগুলো।
দুই বিরোধী তত্ত্বের মাঝখানে পড়ে
ইঁদুরটা হঠাৎই চিঁ চিঁ করে ওঠে
***********************************************************
সোমা দাস
জন্ম ও বেড়ে ওঠা কৃষ্ণনগরের কাছেই এক গ্রামে।
কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক।
কলেজ ম্যাগাজিনেই প্রথম লেখা।
তারপরই বিয়ে হয়ে মাঝখানে বহু বছর বিরতি, আবার শুরু
চার-পাঁচ বছর আগে।
এ-পর্যন্ত একটি ই কাব্যগ্রন্থ
" নীলচে আলোয় দেখা"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন