শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

অরূপ দত্ত

 



বউ 

অরূপ দত্ত


তুমি যদি চাও 

আমি তোমাকে মন দিতে পারি,

কান্নাও দিতে পারি,যদি তুমি চাও। যদি তুমি চাও 

আমার না চাওয়াও 

আমি দিতে পারি তোমাকে, 

যদি তুমি তেমন বউ হও।  

যদি তুমুল ঝড় ঝাপটায় 

প্রতিকূলতার বিরুদ্ধে 

হাতছানি দিয়ে ডাকো,

যদি কোনদিন 

দিনান্তের ফেরিঘাট হতে পারো।












*************************************************************************



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন