শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

রাজেশ গঙ্গোপাধ্যায়

 




রাজেশ গঙ্গোপাধ্যায় * দু’টি কবিতা 


এরপর

যে আগুন পোড়াবে ভেবেছে

তাকে গিলে ফেলি নিজেকে অবাক করে দিয়ে

দহনাঙ্ক লালারসে মাখামাখি…সে এক আশ্চর্য বস্তু!

জ্বলনের স্থৈর্য থেকে কতদূর গেলে তুমি খুঁজে পাও তোমার মহিমা?

রেলেকাটা লাশ হয়ে পড়ে থাকে আমাদের প্রতিবাদগুলো

না দেখার ভাণ করে যারা চলে যায়, তাদেরও

টনক নামে কিছু একটা ভুল করে নড়ে গেলে

দাহ্যরা গ্রাহ্য হয়ে ওঠার সুলুকে

বদলে যেতেই হয় প্রচলিত ধারণাসমূহ…












ত্রুটি

আজ বরং উচ্চারণ থাক

আলোর পোশাক খুলে ফেলি

ফুটো পাত্র চুঁইয়ে নামে তরল প্রবাহ

তাকেই ধ্রুবক ধরে তিথি ভ'রে ওঠে সংবেদ

সমাপতনের ভঙ্গীতে অনন্ত বিষাদ থেকে একেকটা আঁশ 

ছেড়ে গেলে

যে কাঠামো, অচেনা সে, অতএব 

দিগন্তের আপেক্ষিকে মুহূর্ত ঘনালে

চিরকাল হেরে যাওয়া অস্ত্রের কিনারে জমা হয় অলীক 

আভাস 


কী আশ্চর্য! তুমি তাকে হন্তারক ভাবতে পারোনি!












************************************************************************************************



রাজেশ গঙ্গোপাধ্যায়

 রাজেশ গঙ্গোপাধ্যায় 'কবি' পরিচয়ে চরম অস্বস্তি বোধ করা একজন। কবিতার সঙ্গে রয়েছেন দীর্ঘকাল। অশেষ পাঠক সত্তার পাত্রটিতে কখন যে অধক্ষেপ হিসেবে জমা হয়ে উঠেছে কিছু শব্দ, শব্দবন্ধ, বাক্য...আর সেসব ছাপার অক্ষরে প্রকাশিতও হয়েছে 'দেশ', 'কৃত্তিবাস', 'ভাষাবন্ধন', 'ভাষানগর', 'পরবাস', 'বাংলালাইভ.কম', 'নবকল্লোল', 'বম্বেduck' প্রভৃতি এবং আরো বেশ কিছু পত্রিকায়...তখন কবিতার প্রতি আরও ঝুঁকে এসেছেন। একাকী মুহূর্তগুলোয় রণিত হয়েছে তাঁর ইশ্বরের অমোঘ পংক্তি -"শুধু দশটা মিনিট ভালোভাবে বাঁচব বলে পুরোটা শতাব্দী কত কষ্ট করে বেঁচে রইলাম"..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন