কর্ণ কাপুরি * দু’টি কবিতা
তিলোত্তমার কথা
নন্দনে বসে তিলোত্তমা ভাবছে
সভ্যতার এপাশ ওপাশ
এরই মধ্যে শেষ কয়েকটা সিগারেট;
আর অগোছালো কল্প সুখ,
বেশ ভালো লাগে তখন গরম হওয়াটাও
তবে ক্ষনিকেই তা ভেঙে গেলে!
নড়ে ওঠে ক্যাথিড্রাল,জলের উপর...
বের হয় আর একটা সিগারেট।
সময় তখন পেরিয়ে এসেছে বহুদূর;
প্রেমিক প্রেমিকারা সরিয়ে নিয়েছে
একে অপরের হাত...
মসনদে তখন অচেনা কেউ,
আত্ম-হননে এগিয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা,
তখনও সে তিলোত্তমা
সিগারেট হাতে বসে...।
অজিত
সময়ের গায়ে তখন রোদ ঢলে পড়েছে,
ময়দানে বাঁধা জীর্ণ ঘোড়া টা,ধবধবে সাদা,
একসময় তার নাম ছিল অজিত,
কেবলই মুখ ঘষে মাটিতে,আর তাকায়
ফোর্টি-টু এর দিকে;
কি ভাবে কে জানে!
তার পাঁজরে ক্ষয়ের দাগ
আর ফোঁফাসে বাঁচার যন্ত্রণা।
তার সময় ঢলে গেছে কবেই
তার গায়ে এখন যত্নের আলো পড়ে না,
পড়ে শুধু তাচ্ছিল্যের কড়া রোদ।
একসময় তার নাম ছিল অজিত।
**********************************************************************************************
কর্ণ কাপুরি
জন্ম বাঁকুড়া জেলার সাহাপুর গ্রামে, সেখানেই স্কুল।
সোনামুখী কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক
বর্তমানে ভাস্কর্য-শিল্পে স্নাতক স্তরে পাঠরত।
মূলত কবিতা লেখা হয়,এবং ছোট বড় পত্রিকায়
প্রকাশিত হয়।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন