নীলিমা সাহা * দু’টি কবিতা
বাণিজ্যবন্দী
তোমার বাণিজ্যে তুমিই বন্দি
স্বাদ বদলে বদলে দীর্ঘস্বর তোমার
ট্রাফিকের মোড়ে কতবার ব্রেকফেল
স্বাদ বদলের নেশায় তুমি হাঁটতে থাকো
বেজে উঠছে সময়
ক্লান্ত কাজুবাদাম চানাচুর আর পানীয়
ফুলেরা হেসে ওঠে ভীষণ
স্বপ্নের ভোর
চারদিকে রঙের বিন্যাস
আলোর জামা গায়ে অন্ধকারও
চলিষ্ণু শব্দৈশ্বর্যে আঁকতে বসেছে
নতুন কোনো অণ্বেষণ—গতি পাল্টে
এখন তবে খোয়াব সংলাপেরা আলাপরত!
তৃতীয় নয়ন ধরে রাখে ভেলকিবাজি
দুর্বোধ্য চাঁদের খেলা আর ছাই-এর গাদায়
বিষাক্ত ছত্রাক!শ্রুত হয় ভোরের অস্ফুট কান্না
প্রতিদিনের কড়চায় এভাবেই গণিত-সন্ত্রাস
ভাবনাভাষায় চেতনার ঢেউ,মনস্খলনের পরের পৃষ্ঠা খুলতেই
দেখি
অদূরেই এক মানব-পোশাক,গভীর শূন্যতা থেকে
গেয়ে উঠছে আহির ভৈরব,সেতারি-ধুনে নিখিল-সঙ্গীত
শুনছি স্বপ্নের ভোর
**************************************************************************************
নীলিমা সাহা
প্রাক্তন শিক্ষিকা । এম.এ.(ডাবল),বি.এড নেশা-মনুষত্ব অন্বেষণ, সেতার বাদন, সাহিত্য সঙ্গ। জন্মস্থান---বহরমপুর-মুর্শিদাবা দ।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন