শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

শম্পা ঘোষ




শম্পা ঘোষ * দু’টি কবিতা 


অসমাপ্ত

মেঘের মধ্যে সাজানো তারার অভিসার,

গুটি কয়েক দুঃখ জমা হতে থাকে বুকে

অনিশ্চয়তার ঘোর হয়তো কাটবে একদিন.

বৃষ্টি সিঞ্চন মুহূর্তে শুরু হয়ে যায় বদলে দিনকাল,

বালিশের নিচে চাপা গুমোট অভিমান

আমি এই দৃশ্যান্তরে যাব বলে মহাকাশ খুঁজিনি

অথচ একটা শান্ত হৃদয়ের নিরেট আটকে থাকা একটা মুহূর্ত স্মৃতি হয়ে দেখা দেয় বিপন্ন মাটিতে,

পুড়তে পুড়তে ও যেমন সলতে কিন্তু ছেড়ে যায় না প্রদীপকে- হয়তো উদাহরণ হতে পারে এটাই.

প্রাণপণে আটকে রাখা একটা কান্নাও

কেমন ভুলতে পারে না তোমাকে,

নির্বিকার অসমাপ্ত উপন্যাসের

পরিহাসের নয়া নাম হয় প্রেম।













প্রেমের মোহভঙ্গ 

জীর্ণ পাতায় লিখেছ হলুদ বসন্ত

পার হয়ে গেছে কত গচ্ছিত অধ্যায় 

শুধু তোমার কথা ভেবে;

রিক্ত হৃদয়ে রোমন্থনের মতো

বেওয়ারিশ লাশ হয়ে ভাসে ভালোবাসা,

পিঞ্জরে বেলফুলের সুখ সমারোহ

আমি তো চেয়েছিলাম তোমার রিক্তনগ্ন দুটি হাত

কেমন করে তুমি ফিরিয়ে দিলে 

ভাটার টানে জল বিভাজিকা?

ভেতরে ভেতরে ঋণী হবো বলে নিজেকে উজাড় করেছি,

আগুন পরশের তীক্ষ্ণতায়

তর্জনীতে মেতেছে অঙ্গুলীয় দৃষ্টান্ত.

এরপর দখিনা বাতাসে আসার মত

কাকতালীয় কোন ঘটনা কিন্তু ঘটেনি।












**********************************************************************



 শম্পা ঘোষ 

কবি  পরিচিতি-১৯৮০ সালে কলকাতায় জন্মগ্রহণ পিতার কর্মসূত্রে ঘুরে বেড়িয়েছেন নানা জায়গা। বর্তমানে বাসস্থান হুগলি জেলার তারকেশ্বর। কর্মসূত্রে সরকারি চাকুরীজীবী সরকারি হসপিটালে কাউন্সিলর হিসাবে কর্মরতা। শিক্ষাগত যোগ্যতা তিনটি বিষয়ে মাস্টার ডিগ্রী করেছেন যথাক্রমে সোসিওলজি সাইকোলজি ও বাংলা সাহিত্য। এছাড়াও রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কিছু সার্টিফিকেট ও ডিপ্লোমা ডিগ্রী। ২০২২ সালে ভারত সরকার রেজিস্ট্রিকৃত ম্যাজিক বুক অফ ইন্ডিয়া থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি লাভ করেছেন। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার  কাব্যগ্রন্থ ব্ল্যাক হোল, কিউবিক টার্ন এবং শূন্য প্রশ্রয় । লেখা অভ্যাস অনেক ছোটবেলা থেকে তবে তা প্রকাশিত খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। তার কাছে কবিতা জীবনী শক্তির উৎস তবে কবিতা ব্যতীত সামাজিক কর্ম তার জীবনের আরেকটি অঙ্গ। তিনি সামাজিক কর্মের জন্য বিভিন্ন জাতীয় ও দেশীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ইতিমধ্যে। কেমন ডক্টর এপিজে কালাম অ্যাওয়ার্ড ফর মোস্ট প্রমিসিং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সুষমা স্বরাজ অ্যাওয়ার্ড ফর  ওয়েল সোশ্যাল ওয়ার্ক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন