
নিয়ত সরে যাওয়ার ছলাৎ
সাধন চৌধুরী
তুমি পরামর্শ দিলে, এই নাও মুক্তাঞ্চল সনাতনী
ইন্ধনে আগুন জ্বলে সে আগুনে ভস্মীভূত
দাহ্য অদাহ্য বস্তু অবস্তু ঈশাবাস্য সব
ঐন্দ্রজাল শরীরের এমনই এক সহজ বানান
আর কোনো মোহিনী আড়াল ভাস্কর্যের ভাঁজ
নিঃশব্দে পুড়ে যায় অভ্যাসের কামসূত্রপাঠ
মুহ্যমান ঝিমনো ব্যথার শাস্ত্রীয় বাৎস্যায়ন
হায় অচরিতার্থ প্রেম, দৈবী উদ্ধার দাও মুগ্ধতার
এমন প্রসাদ মুখস্থ হয় না যেই বর্ণমালা
দৈনিক খননের পর ; ক্ষয়ে যাক আখরের স্তুতি
পরতে পরতে ক্লিন্ন ক্লান্তি থেকে স্থির মুক্তি
দিলে সাগর বেলার ঢেউ, নিয়ত সরে যাওয়ার ছলাৎ
দূরে যাওয়ার ছলনাহীন ক্ষণিক, ধুয়ে দেওয়ার
দাগ মুছে ক্রমাগত অমোঘ সরল।
*******************************************************************
মূল নাম,সাধন চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত কলেজ টিচার। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত কোনো কবিতার বই নেই।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন