পার্থ মল্লিক * দু’টি কবিতা
আশ্বিনের দুপুরে
এক সন্ধ্যায় হঠাৎ ঘুম ভাঙলো আমার
শুরু হলো মানুষের অফিসে যাওয়া আসা- রিকশার ক্রিংক্রিং
চায়ের কাপ আর চামচের টুংটাং- উনুনের ধোঁয়া
মাছের ভাঁজার শব্দ- অসুখের গোঙানি- হাসপাতাল
এত কোলাহল আমার কোনদিন ভালো লাগেনি
পাশের ঘরে মেয়েটার ভাঙা হারমোনিয়াম- বেসুরো গলা
আমি আজ সবকিছুর থেকে বেরুতে চাই
আমার গায়ে প্রচন্ড জ্বর- সিগারেটের ধোঁয়ায় আর খুঁজি না নিজেকে
আমার পকেটে একটা লজেন্স বহুদিন ধরে পড়ে আছে
কাকে দেব এই মেয়াদোত্তীর্ণ জীবন?
মুখে যেন দুর্গন্ধ না হয়, সেজন্য প্রয়োজন একটা টুথপেস্ট
বাজারের চাল ডাল- দরকষাকষি- বাবাকে বললাম,
'ফার্মের মুরগি নিয়ে এসো'
আজ আমার ঘরের জানালা খোলা- বৃষ্টি আসবে- সামনে পুজো
রেললাইনের ধারে একা কাশবন- তুমি বন্ধ রেখেছো নিঃশ্বাস
আসছে তোমার উৎসবের দিন, আমি নিজ হাতে সাজাবো তোমাকে।
শরতে
আমরা নদীর প্রেমে পড়লেও আকাশের কথা কোনদিন ভুলতে পারি না
আমাদের মাঝে কারো কারো সমুদ্রের ঢেউ ভালো লাগে
আবার কেউ কেউ ভয়ও পায়, যেমন আমি-
শরৎ এলে ছুটে যাই কাশবনে, নদীর পাড় ধরে হাঁটি
আমাদের মাঝে কারো কারো চশমার ফ্রেম গোল
কেউ সিনেমা হল থেকে বেরিয়ে খুব আফসোস করে
আমাদের মনে হয় শৈশবের কথা- কত স্মৃতি, কত গান
কত যে মানুষ হারাতে হয় বয়স বেড়ে গেলে
আমরা কখনোই এইসব কথা মনমতো পত্রিকার পাতায় লিখতে পারি না
আমরা একদিন ভাতের হোটেলে ঢুকি- ছোট মাছের ঝোল খেতে খেতে
কথা বলি আমেরিকার রাজনীতি কিংবা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে
ঘুমাতে যাবার আগে দরজা বন্ধ করে, বাতি নিভিয়ে দেই
শীতকালে আমাদের বাতাসের প্রয়োজন হয় না
তবু আমাদের প্রয়োজন একটা আকাশের, খুব গরমে
আমরা পাহাড় যাই না কখনও
আমাদের আজও কাশফুল প্রয়োজন, নদীর প্রেমে
আমরা আজীবন ডুবে থাকি
আমাদের প্রেমিকারা শুধু একটা শরতের জন্য অপেক্ষা করে চিরকাল।

******************************************************************
পার্থ আজ আর আমাদের মধ্যে নেই। ক্ষণজন্মা এই প্রতিভাধর কবির জন্ম ১৫ জুলাই ১৯৯৬ । গ্রাম: মল্লিকপুর, উপজেলা : মোহনগঞ্জ, জেলা: নেত্রকোনা, বাংলাদেশ।ছোটবেলা থেকেই লেখালেখি করতেন তিনি। তাঁর একক বই রয়েছে দুটি।
১. মানুষ রঙের পাখিরা
২. বিষণ্নতা সমগ্র
ময়মনসিংহে আনন্দ মোহন সরকারি কলেজে স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত ছিলেন পার্থ। ৩১ জানুয়ারি ২০২২ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ৬ দিন আইসিইউতে থাকার পর ৫ই ফেব্রুয়ারি মৃত্যু এসে অকালে ছিনিয়ে নেয় তাঁকে ।।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন