শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

তীর্থঙ্কর সুমিত




তীর্থঙ্কর সুমিত * দুটি কবিতা 








দীর্ঘ আলাপ

বেশ কিছু সময় কেমন যেন বদলে গেছে,

নতুনের সাথে নতুন ক্রমশঃ পুরোনো হতে হতে

মিশে গেছে নদীস্রোতে

ব্যর্থতার করবি এখনও গাছের ডালে 

দিন যায়...

ফাঁকা মাঠ আর নদী

                      একটা দীর্ঘ আলাপের প্রয়োজন।





আমি

কিছু কথা খুব বলতে ইচ্ছে করে

তবুও বলা হয়না

বা বলতে চাইনা

শূন্যতা বিরাজমান আমার দেবালয় জুড়ে

কিছু প্রয়োজন

বা অপ্রয়োজন

সবটার রেখাই আমার চারপাশে

সকাল, দুপুর, রাত্রি

মেঘের কাছে

অমোঘ ইচ্ছা

আমার নন্দনে এখন কারা যেন কবিতা পড়ে।।












*********************************************************************************************



তীর্থঙ্কর সুমিত

১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা, দ্বিতীয় কাব্যগ্রন্থ কথাকলি,তৃতীয় কাব্যগ্রন্থ অক্ষরে অক্ষরে রাতের গল্প, চতুর্থ কাব্য গ্রন্থ বিন্দু,পঞ্চম কাব্যগ্রন্থ অভিসারে তুমি, ষষ্ট কাব্যগ্রন্থ 28 শে লিমেরিক। অক্ষর মালা ও মুহুয়া কথা প্রকাশের পথে।নিজ সম্পাদিত  পত্রিকার নাম "আহোরী"  নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব,  কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ, কাব্য  ভাস্কর, স্বাধীন কলম সেনানী  ইত্যাদি উপাধিতে ভূষিত।


1 টি মন্তব্য: