মধুপর্ণা বসু * দু’টি কবিতা
উদযাপন
"Once upon a time you fall in love
Now you fall apart....
a total eclipse of the heart."...
এইভাবেই আমার পূর্ণ পরিক্রমা হয়ে গেল,
তোমার চারিদিকে আবর্তিত হয়েছি তিন দশক।
এক পূর্ণাঙ্গ ছবি শেষ হয়ে দেখি,
এক একা দ্বীপ গ্রহ,
আমার নারী জীবন ভাসিয়ে নিয়ে গেছে।
এখন সব পয়মন্ত ইহকাল বিসর্জন দিয়ে একা
অনাদিকাল ক্লীবত্ব প্রাপ্ত হয়েছি, তকমা অনস্বীকার্য।
নারী শব্দে গেঁথে দিয়ে আজ্ঞাবহ ভ্রমণ শেষে
আজ স্বাধীন সূচী বস্ত্রে বাসস্থান আত্ম স্বীকৃতি।
আর কোন মোহাচ্ছন্ন দাসত্ব হুমড়ি খেয়ে পড়বেনা!
আমার জন্য শোক নয়, উদযাপিত হোক মুক্তিযুদ্ধ।
এই জয় এক নতুন সূর্য স্নানে শরীরে বিষ ও অমৃত
দুই হোক জাগরণের প্রাথমিক উদযাপন বাণী।
সেই তিমিরে
এসব নেহাৎ নিরামিষ স্বপ্ন নয়, ফুলেফেঁপে উঠছে বুক
আর আমরা রুদালীর সুরে পয়সা কুড়িয়ে নিচ্ছি,
বর্ণপরিচয়, সহজপাঠ, জ্যামিতিক ফাটকা বাজার
যে যেমন দর হাঁকে আমরা বেচে দিয়েছি উচ্চবুদ্ধি, মেধা
আর দুহাত মুঠো করে নিয়েছি সিলভার টনিক, নেশাগ্রস্ত।
নিয়ত আয়নায় দেখা হয় আমাদের কোটরগত আহাম্মকি
কি নির্বিকার ঢুলুঢুলু চোখে গাঁদাল ফুলের ছ্যাবলা নাচ-
রোজ দেখে জীবনের রসদ খুঁজে নিই অন্ধকার হিমঘরে।
মাথার ঘোমটা উপড়ে গুছিয়ে রাখি অবশ্যম্ভাবী কাফন,
আজও এক সেরে স্বভাবের বশে কালো জলে আল্পনা
নাচছে আমাদের বিকৃত অবয়ব, হা রে রে রে অট্টহাসি!
আঁধার ঠেলে হাসিতে ফেটে পড়ছে বেহায়া অপদেবতা।
*******************************************************************
মধুপর্ণা বসু
মধুপর্ণা বসু, কলকাতা আলিপুর বাসিন্দা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, বি.এড। ২০১৭ থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় এবং পত্রপত্রিকায় লেখা শুরু। ২০১৯ থেকে ২০২৪ এর মধ্যে চারটি বই প্রকাশিত হয়েছে। প্রথম কবিতার বই 'মেঘের চিঠি' এরপর 'মোহনার দিকে', ' ঝরা পাতার কথারা' এবং ২০২৪ এ ‘বোহেমিয়ান' প্রকাশিত হয়েছে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন