সুজিতকুমার * দু’টি কবিতা
পাদুকা
পাতা কুড়োনোর নিজস্ব একটা ভঙ্গি থাকা প্রয়োজন,
আর আবাল্য ফড়িং
কৌণিক রোদে এঁটে বসে চুলে,
সমস্ত ভুল কুড়িয়ে নিয়ে দাও নৈবেদ্য
বটবৃক্ষের মূলে!
আকাশি কিংবা মেরুন রঙের মধ্যভাঁজে
ছেলেবেলাকার কৌটো ছিল,
ফের সুদিন নাকি আস্তে আস্তে ক্ষয়ে যায়,
এই দোলাতে
লুকিয়ে রাখছি রহস্য,
ছিঁড়লে কেবল, ছিঁড়লে তবেই দণ্ডি কাটি
তোমার পাদুকায়—
মধ্যনদী
স্বপ্নগন্ধা। রীত।
প্রতি আখরমূল্যে বিক্রিত হয় জোয়ার।
ধ্যানস্থ কুশি।
প্রতি জোয়ারমূল্যে বিক্রিত হয় আখর।
অনাবাসী রাত।
প্রতি রাতের মূল্যে ঘর। আর দেয়ালকিন্ন গেরস্থালি।
শিরিষে মদির অল্প একটু পাওয়া।
এই ব'লে যদি আদমশুমারি আসে—
সন্ধ্যা গভীর।
ঘর্ষিত লয়।
আসতে পারে জিরাফ বিলি। এখন কিন্তু কিন্তুবিহীন
মধ্যনদীর গাওয়া!
*****************************************************************************************f
সুজিতকুমার
সুজিতকুমার। জন্মঃ উত্তর চব্বিশ পরগনা, বসিরহাট।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় হাইস্কুল শিক্ষক। প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা চারটি। দীর্ঘদিন বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা লিখে আসছেন। সংস্কারবাদী মানবতায় তিনি অঙ্গীকারবদ্ধ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন