মালা ঘোষ মিত্র * দু’টি কবিতা
সবুজ
তুমি আর আসবে না,
চোখে চোখ রাখবে না----
প্রিয়জন হারিয়ে গেলে বড়ো কষ্ট,
কতদিন যাওয়া হয় না পাহাড়ে
ট্রেন দেখলে থমকে দাঁড়িয়ে যায়,
জলে ভিজে যায় চোখ, মন
সোঁদামাটির গন্ধে ঘোর লাগে,
বৃষ্টির শব্দে সব ছাপিয়ে যায়,
বেড়ে যাচ্ছে জল ডুবিয়ে দিচ্ছে রাস্তা
ছুঁয়ে দিচ্ছে তোমাকেও
আসবে তো এই পথে----
ইচ্ছে হচ্ছে পাতার মতো
সবুজ থেকে গাঢ় সবুজ হয়ে
সীমানা মুছে দিতে।
তরঙ্গ
সাউথসিটি মলের চলমান সিঁড়ি
উপরে উঠছি, দেখি আমার দিকে
অপলকভাবে তাকিয়ে রয়েছে,
অষ্টম আশ্চর্য চোখে মুখে
চশমার দোকানের সামনে
চোখে চোখ রেখে নিস্পৃহতায়
বাঁকা হাসি চোখে মুখে,
নীরব ঠোঁট-----, আড়াল রাখে
ঘনত্ব বাড়লে বেঁচে থাকা
নৈঃশব্দ্যে বড়ো তীব্রতা
ক্যানভাস জুড়ে রঙিন আঁকিবুকি
কান্না এসে তরঙ্গের সুর তোলে।।
**************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন