শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

অর্পিতা ঘোষ পালিত

 




অর্পিতা ঘোষ পালিত * দু’টি কবিতা 



ইচ্ছের অধীন

১.

অভিনয় দেখার জন্য প্রয়োজন পরে না মঞ্চের 
চারপাশে নাটক ও শব্দ ওড়ে
নিজেকে ভালো রাখার জন্য 
কোনটা দেখবো ও শুনবো সেটা নিজের ইচ্ছাধীন 
চারিদিকে বেঁচে থাকার প্রতিধ্বনি
অভাব শুধু শিরদাঁড়াটার 





















২.

সব কাজই এখন হিসেব নিকেশের
পাশাপাশি শুয়ে সংগ্রাম আর মৈথুন 
সম্মোহনী বিদ্যা শরীর জুড়ে 
উজ্জ্বলতার গভীরতা পেরিয়েও আসল খুঁজি
বিমুগ্ধতায় ম্লান হয় নিপুণ কৌশলের অভিনয় 
চেনা না হতেই শেষ হয়ে আসে দিন 




















***********************************************************************************



অর্পিতা ঘোষ পালিত 

জন্ম নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে, বসবাস করে কলকাতায়। ছোট থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ।  বিভিন্ন পত্র পত্রিকা, গ্রন্থ, মাসিক, শিশু-সাহিত্য, বাংলাদেশ, নিউ জার্সি, প্যারিস,কানাডার প্রভৃতি পত্রিকায়, দৈনিক খবরের কাগজ ও আসামের দৈনিক কাগজে অসংখ্য লেখা প্রকাশিত। একক কাব্যগ্রন্থ " পাথর পাতা নদী" ও গল্পগ্রন্থ " জীবন কুড়ানো প্রহর" পাঠকের মাঝে  সমাদৃত । কলকাতা বইমেলায় নদিয়ার বারো জন কবির জীবনি নিয়ে প্রবন্ধের বই প্রকাশ হচ্ছে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন