কবিতাগুচ্ছ * পিয়াংকী
১) সাঁতার
সরে যাচ্ছে একটা সময়, অবিন্যস্ত চাঁদ
অথচ কীইই আশ্চর্য ! শব্দটুকুও অনুপস্থিত
ছিপ ফেলে বসে আছে যে নাবিক তাকে প্রশ্ন
করো, 'আমাদের সাঁতারু কোথায়? '
২) রুটি
পরিধির ওপর পাখির বসবাস
যাতায়াত কিম্বা যাপন, আশ্রয়ই তো প্রধান
এরপর অমাবস্যার মতো গোলাকার অভাব
ঘিরে ধরলে, আমাকে খাদ্যের অযুহাত দিও না
৩) বিরতি
একটা দুটো তিনটে চারটে... বিরতি
বিরতির ভেতর উনুন আর জোনাকি
বিরতির পিঠে আরেকটা বিরতি অথচ...
বিরতির পেটে রাক্ষস জন্মাচ্ছে কেন?
৪) সভ্যতা
চুরি করব ভেবেছিলাম, জলচুরি চাঁদচুরি অথবা
খাদ্যচুরি, আচমকা দরজায় ধাক্কা।
খুদ-ভাতের ওপর নুন ছিটিয়ে দিয়ে যায় মা
ভেঙে যায় আমার যাবতীয় পরিকল্পনা
৫) বালিশ
' দূরত্ব বজায় রাখুন '
এই একটি বাক্যের কাঁধে রোজ উড়ে আসে চিল
বসন্ত শেষে ঋন চুকিয়ে, ফিরতি পথে তাকাই
এখনো বিছানায় পাতা আছে সেই সাদা বালিশ
৬) কিন্তু
একটা 'কিন্তু'র ভেতর থেকে বেরিয়ে আসছে
কিছুটা সমঝোতা আর কয়েকটা পাখির পালক
ছিপ ফেলে বসে আছে মুখোশ পরা ভদ্রলোক
সুযোগ পেলেই বিক্রি করে দেবে চড়া দামে
৭) সমান্তরাল
সিঁড়ি নেই। আছে চোরাস্রোত
পা নেই। আছে পায়া
বুক নেই। আছে দাক্ষিণাত্যের মালভূমি
পিঁপড়ে নেই। আছে শুধু সমান্তরাল একটা লাইন...
৮) নিরাময়
উপাচার অথবা আরোগ্য ...এক ঘটি জল।
এই জলটুকুর ভেতরেই অনন্তের যাতায়াত।
সাদাভোর অথবা আয়নার আড়ালে মেঘ...
কুঁড়ির আড়মোড়া ভেঙে তাকায় অন্ধ
*********************************************************************************************







সেরা গুচ্ছ। পাঠ মুগ্ধ
উত্তরমুছুন