শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

দেবাশীষ মুখোপাধ্যায়




 


ঠোঁটের লালায় জড়িয়ে যায় দিন

দেবাশীষ মুখোপাধ্যায়



সকালটা বেজে ওঠে বাউল সুরে
একতায়ায় বোষ্টুমী গান গেয়ে গেলে
খোলা জানালায় আছড়ে পড়ে সুর
কোকিল কান পেতে শোনে
পলাশ লাল খুশিতে ঝলমল করে উঠলে
সকাল খুশি খুশি এগিয়ে চলে আপন মনে

সকালের নরম রোদ ভিজিয়ে দিয়ে যায় আমায়
রাতের পিপাসা মেটা মন শান্ত চায়ের কাপ
একটা গোছানো ঘর আস্তে আস্তে জেগে ওঠতে থাকে
নিপুন হাতের চুড়ির টুংটাং গুনগুন সুরে সঙ্গত দেয়
একটা সুরবৃত্ত ঘোরাফেরা করে ঘরময়
একটা মুগ্ধবোধ ছুঁয়ে ছুঁয়ে যায় ভেতর ঘর

সকাল সুরেলা হলেই পৃথিবী বড়ো মায়াময়
সারা দিনের মিষ্টি পূর্বাভাস
দুচোখে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকলে
খোলা চুল মুখে আছড়ে পড়ে ঠোঁট ছুঁয়ে যায় 
আবেশী শরীর পবিত্র হতে থাকলে
বিশ্বাসের আগুন-ফুলকি ভালোবাসার যজ্ঞে ঘৃতাহুতি দিতে থাকে বাকি দিন





















********************************************** *************************************************************************************        


দেবাশীষ মুখোপাধ্যায় 

 রয়েল কমপ্লেক্স ,কাঠালবাগান ,উত্তর পাড়া, হুগলী থেকে লিখছেন পেশা: শিক্ষকতা ,নেশা : কলম চারিতা ,সাপলুডো খেলা শব্দ নিয়ে ,অণুগল্প ,ছোট গল্প ,কবিতা, প্রবন্ধে  সুখ-দুঃখ ,হর্ষ-বিষাদ, আড়ি ভাবের অনুভবে থাকা ,জীবনের দুই স্তম্ভ রবীন্দ্রনাথ বিবেকানন্দের আদর্শ মনন, যাপন ও শীলনে.. স্বপ্ন: পৃথিবীকে ভালবাসার যৌথ খামার বানানো..দিক চক্রবালে হিরণ্যগর্ভ আলোর খোঁজ ..পাখি ,গাছ আকাশের সাথে মন কি বাত.. সূর্যের নরম আলোয় সুখের আবিরে মানুষের সাথে হোলি খেলা..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন