শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সন্দীপ ঘোষ

            




সন্দীপ ঘোষ * দু’টি কবিতা 







পথ

পথ নিয়ে চলে লক্ষ্যভেদে,

লক্ষ্যে অবিচল---- পূর্ণ হয় প্রাপ্তিতে ,

ভুপতিত হয় তার অপব্যবহারে,

পথ শুধু পথ দেখায়, পথ শেষ হয় তার কাজে |


হিসাব চায় না---- রাখে না পরিণতির খবর,

গরিমা যে তার বিস্মৃত হয় শিখরচূড়ায় পৌঁছলে  |

দিশাহীন দহনে দগ্ধ হলে 

স্মৃতির পাতায় অঙ্কিত হয় 

যাত্ৰাপথের হতাশার চিহ্নগুলি |













হৃদয় ও মন এবং মহান সুচেতনা

মন এর সংসারের দরজায় টোকা মেরে অন্তরমহলের প্রবেশ দ্বারে আমি দন্ডায়মান |

স্থির নিবদ্ধ দৃষ্টি ----------
রচনা করে চলেছো
অতীত ঝঞ্ঝার ইতিহাস |
উথালপাথাল ঢেউয়ে ভাসতে ভাসতে
চুপিসারে পৌঁছেছ তটিনীর তীরে |
অনাকাঙ্খিত ছিল না, দেখি------ 
  তুমি দাঁড়িয়ে আছো আমার মুখ পানে চেয়ে |
হৃদয়ের সংসারে যাবে বলে অধীর অপেক্ষারত |
দুই সংসারের টানাপোড়েন মিটেছে
মহান সুচেতনার হস্তক্ষেপে |
সংসার ছাড়িয়ে আসমুদ্রহিমাচল
বিশ্বের কিনারে কিনারে--------

চলো যাই,
ক্লান্তির সুখনিদ্রার অবকাশে
সাক্ষাতের এই পরম মুহূর্তে
প্রভাতের শুভ্রকিরণের আলো গায়ে মেখে
পরমানন্দের স্বাদ গ্রহণ করি |
কাম, ক্রোধ, লোভ, হিংসা ও
এদের আবাস স্থল আজ
সুখের প্লাবনে প্লাবিত, ধরাশায়ী  |
নির্লিপ্ত চেতনা আন্দোলিত হয়ে ওঠে
শিরা ও ধমনীর শোণিতে |



















***********************************************************************************************



     সন্দীপ ঘোষ


জন্ম-06/01/1975, তালডাংরা, বাঁকুড়া থেকে লিখছেন।  বানিজ্যে স্নাতক । ছাত্র বয়স থেকেই লেখার নেশা। তবে, প্রকৃত লেখালেখি শুরু বিভিন্ন দৈনিক সংবাদ পত্রের পাঠকের কলম বিভাগে । রেডিও -টিভিতে চিঠি পাঠানোর অদম্য নেশা । জীবনের টানাপোড়েনে সাময়িক বিরতি । 2016'সালে দৈনিক যুগশঙ্খ পত্রিকায় পাঠকের কলম বিভাগে আবার লেখা শুরু। প্রথম গল্প প্রকাশ পায় বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে প্রকাশিত ছোটদের জন্য 'সেতু জুনিয়ার 4 ' গল্প সংকলনে, গল্পের নাম 'পাঁচু দাদুর বাগান'। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় গল্প-কবিতা- প্রবন্ধ প্রকাশ। ভালো বাসেন নিজের লেখা গানে সুর করতে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন