জীবন সরখেল * দু’টি কবিতা
পথ
কেবল নিজের ভালো চাওয়া মানুষের সারিতে দাঁড়িয়েও
অন্যের জন্য প্রাণ-মন-ধন ঢালা ত্যাগীজনের কাজেই
চোখ আটকে যায় বারেবারে.....
বহু পাওয়ার মাঝেও দেখি অসন্তুষ্ট দেহ মনের সারি
আবার কতকিছুর অভাবেও তৃপ্তির অমলিন সুখ উপচে পড়ে.....
হৃদয়-সাগরে,পর্বত-কন্দরে জমা সোনা-মণি-মুক্তো
পেতে মন-বন-কোনের যে স্থিতিসুখ তা কবিতাকে
কেবল দিনরাত প্ররোচিত করে যায়......
কবি
জীবন সরখেল
অল্প চোখের আলোয় ফুটপাতে একমনে
জুতো সেলাইয়ে ব্যস্ত বৃদ্ধ চর্মকার....
ফাঁকা বাসের পাদানিতে এক পা রেখেও গলা ফেড়ে
প্যাসেঞ্জার ডেকে যান গাড়ির খালাসি...
জলবায়ু পরিবর্তন প্রভাবকে উপেক্ষা করে
অকাল বর্ষা-অনাবৃষ্টিকে পাশ কাটিয়ে ভাঙাচোরা
শরীরেও কৃষক ও ক্ষেতমজুররা আজও
আগাছা নিড়িয়ে যান.....
ক্ষুন্নিবৃত্তি টানেই গ্রামে-শহরে বাসে-ট্রেনে-অটো-ট্যাক্সি টোটো
থেকে অফিস-কারখানা কাছারিতে ছুটে চলেন
লাখো ঘর্মক্লান্ত মানুষ....
অথচ আজও যেন প্রথামতই সংবাদপত্র-মিডিয়া জুড়ে
কিছু সিদ্ধহস্ত সুবিধাবাদী মানুষ দেশ-বিদেশের
বড় বড় মঞ্চ ও পোডিয়ামের পেছনে দাঁড়িয়ে সগর্বে
কেবল আত্মপ্রচার করে যেতে থাকেন!
কিন্তু আজ অবশ্য তাঁদের কারোরই কথা নয়
কবিতারা কেবল ঐ "কবি"দের অর্থাৎ
চর্মকার-কৃষক-ক্ষেতমজুর এবং লড়াকুদের
কথায় মন প্রাণ দিয়ে শুনতে চায়............
****************************************************************
১৯৮০খৃষ্টাব্দের ২৪শে অক্টোবরে জন্ম। পেশায় স্কুল শিক্ষক হলেও, কবিতা লেখা নেশা। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল "বিবেকদানি" ও "পরিণতি"।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন