শুভশ্রী রায় * দু’টি কবিতা
নষ্ট দরজা
খোলা ছিল দরজাটা,
ন' বছুরে কৌতূহল নিয়ে ঢুকে পড়েনি,
মা নিজের স্বার্থে পাঠিয়েছিল...
ভেতরে গিটার বাজানো কাকু
পাপহাতে তার হাল্কা শরীরটাকে বাজিয়েছিল।
তারপর থেকে সে
খোলা দরজাটরজাকে বিশ্বাস করে না,
মায়েদের দরকারকেও নয়...
প্রত্যয় রাখে শুধু অনাস্থায়, অবিশ্বাসে।
লক্ষ্মী লক্ষ্মী গায়ে আঁচল জড়ানো মায়েরাও পিশাচিনী হয়,
গিটারকাকুূদের কথা আর কেন বলা?
মেঘপ্রবণতা
মেঘপ্রবণতায় পৃথিবী দীক্ষা নিচ্ছে,
বর্ষার দোহাই তাকে ছড়িয়ে দাও,
উর্বর করে তোলো জলের নিজস্ব করুণায়;
ধূসর আর নীল রিমঝিম বাদলরাগ
মিলেমিশে সম্মোহন করুক নিজেদের মতো...
সজল বাদল আল্পনা ফুটিয়ে তুলুক ভূমি জুড়ে;
ফসলের আকাঙ্ক্ষায় শ্রমসর্বস্ব কৃষক
শস্য চাইছে,
আরো আরো ফলন আদিগন্ত।
কোথাও তুমুল বিরহিণী কিছু লিখছে
অনিবার্যতায় সুদূর দয়িতের জন্য,
বাস্তব-অবাস্তবের সীমা পার ছলনাশূন্য বিরহ তার,
মেঘদূত মেসেঞ্জারে সে বার্তা যাবে হয়তো বা,
তার অশ্রু মেঘ চেনে আর সে মেঘের করুণা;
দু'টি সজল হৃদয় এক সাথে পিপাসা মেটাবে।
**********************************************************************************************
জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন