কবিতাগুচ্ছ * উৎপলেন্দু পাল
সমর্পণ
খোলা পিঠ পেতে বসে আছি দরজায়
তোমার নির্মম চাবুকের আঘাতের প্রতীক্ষায়
দরজার বাইরে উড়িয়ে রেখেছি শ্বেত ধ্বজ
শিলনোড়ায় বেটে রেখেছি সঞ্জীবনী লতা
এসো, আঘাত হানো অতৃপ্ত নির্লিপ্ততায়
মিটিয়ে নাও জন্মান্তরের প্রতিশোধ অথবা
চাবুকের কশায় এঁকে দাও তোমার আধিপত্য
আমার উন্মুক্ত পিঠের নরম চামড়ায়।
পথের পাঁচালী
পথেরাও পথ খোঁজে নিরন্তর
পথে পথে পথেরাও ছুটে বেড়ায়
কিছু পথ চলে যায় সভ্যতার বুক চিরে
কিছু পথ কালের অতলে বিলীন হয়ে যায়
কিছু পথ ছুটে চলে পকেটে ঠিকানা লিখে
কিছু পথ শুধুই অকারণ ঠিকানা হারায়
কিছু পথ পথ খোঁজে সহযাত্রী পথের কাছে
কিছু পথ অন্য পথকেও পথ দেখায়
পথেরাও পথ খোঁজে পথান্তর
তবুও পথেরাই বারেবারে পথ হারায়।
বাবার সরলরেখা আঁকা
ছোটবেলায় বাবাকে দেখতাম সরলরেখা আঁকতেন
পাতার পর পাতা জুড়ে শুধুই হাজারো সরলরেখা
বক্ররেখা আঁকবার জন্য কতোইনা বায়না ধরেছি
কাকা জ্যাঠারা কি অবলীলায় বক্ররেখা এঁকে ফেলেন
কিন্তু বাবার সরলরেখাগুলো কখনো বাঁকা পথ ধরেনি
বলেছিলাম কাকা জ্যাঠাদের মতো বাঁকানো স্কেল কিনতে
বাবা আমার মুখের দিকে তাকিয়ে শুধু মুচকি হেসেছিলেন
রাগে হতাশায় ভেঙে দিয়েছিলাম বাবার সরল স্কেল
তবুও বাবা খালি হাতেই এঁকে নিতেন অসংখ্য সরলরেখা ।
জীবনের দৈর্ঘ্য
স্কেল দিয়ে মাপতে গিয়ে দেখি
দৈর্ঘ্যে খুবই ছোট্ট আমার এ জীবন
স্কেলটাকে ছোট করে ফেলে
কিংবা দাগগুলো মুছে নিয়ে
নতুন করলে স্কেলের অংশাঙ্কন!
তাতে কি দৈর্ঘ্যে বাড়বে এ জীবন?
আত্মদহন
উঠোনের কোণে
জমে আছে ঝরাপাতাদের স্তুপ
কালাহুত রবাহুত অনাহুত
হৃদয়ের কোণে
জমে আছে ব্যর্থ যাপনের ক্লেদ
দিনান্তর সালান্তর যুগান্তর
সমস্ত আবর্জনায়
একদিন ধরাবো বিধ্বংসী আগুন
আত্মদহনে নিরন্তর জন্মান্তর।
******************************************************************************
উৎপলেন্দু পাল
আশির দশকের মাঝামাঝি সময়ে কলেজে পড়ার সময় লেখালেখি শুরু। কলেজ ম্যাগ, দেওয়াল পত্রিকা, শিক্ষক শিক্ষণ সংস্থার মুখপত্র, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার দেওয়াল পত্রিকায় লেখালেখি। তারপর কর্মজীবনে প্রবেশের পর তা ক্রমশঃ বন্ধ হয়ে যায়। পুরোনো বন্ধুদের উৎসাহে আবার ফিরে আসা ২০১৮ সালে। ফেসবুক সহ বাংলা ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় প্রচুর লেখা প্রকাশিত। বাংলা একাডেমী সহ বিভিন্ন সংস্থায় কবিতা পাঠ করে প্রসংশিত। শিক্ষকতা ও পারিবারিক দায়িত্ব পালনের ফাঁকে লেখালেখি। একমাত্র প্রকাশিত কাব্য গ্রন্থ 'মনের উড়ান '। প্রকাশক 'নবলিপি প্রকাশন', কোচবিহার। কোচবিহার শহরেই বেড়ে ওঠা, পড়াশোনা ও বসবাস। আগামী দিনে একটি মনের মতো কবিতা লেখার অপেক্ষায় সাহিত্য চর্চা চলবে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন