
গৌতম রায় * দু’টি কবিতা
ঝিনুক জনম
ঝিনুকের খোলের কাছে গ্রহণ করি পাঠ
যার পরতে পরতে জেগে আছে কত আশ্চর্য অবাক
তপশ্চর্যার স্তরগুলি থেকে যে ঘ্রাণ উঠে আসে
তার চলনের পান্ডুলিপি থেকে মাটি নিয়ে
রাঙাই মস্তিষ্ক, রাঙাই হৃদয়।
আমার অলিন্দের খোল খুলতেই
মুক্তো আলো এসে পড়ে পড়োশির দেওয়ালে আয়না থেকে উঠে আসে চাঁদেলা আর মুক্তোলোক আমাদের জলাশয় রসায়নে কত অবাক পান্ডুলিপি
খাদ্য-খাদক সম্পর্কের ঊর্ধ্বে
পৃথিবী থেকে নতুন পৃথিবীর জন্ম দেয়,
ঝিনুক জনম করে সার্থক।
এ বৃষ্টি শুধু ঋতু শ্রাবণের নয়
তুমি অতিথিদের হাতে হাতে ধরিয়ে দিলে এক একটি উষ্ণ চপ
তেলেভাজা ঘ্রাণে তা দিয়ে
এ পৃথিবীকে আজও ধরে রাখি
এও ভালোবাসার এক সত্যজিৎ পৃথিবী।
খিদের ঘ্রাণটি ঠোঁট থেকে অভিলোচনে উঠে আসে
গলায় পরে থাকি শোভন
কোনো পূর্বাভাস ছাড়াই আজ গুমোট পৃথিবী
চারদিকে মেঘ আসছে ছুটে
কালো মেঘ পাঁশুটে মেঘ
বৃষ্টিকে ত্বরান্বিত করে স্বেদনদী,
এ বৃষ্টি উপভোগ্য নয়
এ বৃষ্টি শুধু ঋতু শ্রাবণের নয়।
********************************************************************************
গৌতম রায়
কবিতায় আবহমান প্রবহমান ধারাকে সম্মান জানিয়েও ধারা মুক্তির নিরন্তর প্রয়াসী কবি গৌতম রায়। এ পর্যন্ত তেরোটি কাব্যগ্রন্থের রচয়িতা, ত্রয়োদশতম কাব্যগ্রন্থটি হলো "দর্শন মিনার", প্রকাশ কাল- জুন,২০২৪, প্রকাশক- আদম।


ভালো লাগলো 🙏🏻
উত্তরমুছুন