অপর্ণা দেওঘরিয়া * দু’টি কবিতা
পবিত্র
কিছু ফুল দিয়ো আমাকে
তোমার গায়ে সুগন্ধ ছড়িয়ে দেব,
আমাকে একটা নদী দিও
বয়ে যাব উচ্ছ্বাসে,
আমাকে পাহাড় দিও
তোমার জন্য বুক পেতে দেব,
আমাকে ভালোবাসা দিও না
যদি নক্সি কাঁথায়
তোমার হাসি দেখতে না পাই,।
পারলে আমাকে আগুন দিও
জললোকে শুদ্ধ শান্তিসুখে
তোমাকে ছুঁয়ে পবিত্র হব।
ঈশ্বর
তোমার সাথে একান্তে দেখা হলেও
যেন কথা শেষ হয় না,
মাঠে ঘাটে নিসর্গ প্রান্তের
ঘুম ভাঙা অন্তরে যেন
সেই মুখ উঁকি দেয়
মুহুর্তে হয়তো অধরা বন্ধনে,
বিপর্যয়ের ফাঁক ফোঁকরে
চাওয়া পাওয়ায় বিশ্বাসে
নির্বিকার সম্পর্ক গড়ি,
ঘেরাটোপের ঢেউয়ে অতলে
সে আমার ঈশ্বর, ঋষভ সুজনসখা
আমার অনুভব অন্তর।
************************************************************************
অপর্না দেওঘরিয়া
জন্ম - পুরুলিয়া জেলার রঘুনাথপুরে,পেশায় শিক্ষিকা।
বর্তমানে আসানসোলের স্থায়ী বাসিন্দা।
কবিতা গল্প প্রবন্ধ ছড়া নিয়মিত লেখেন,
দেশ, কৃত্তিবাস নন্দন, বিভিন্ন বানিজ্যক অবানিজ্যিক পত্র পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়ে থাকে।
তার লেখা কবিতা অসংখ্য আবৃত্তি সংকলনে প্রকাশিত হয়েছে,
তাছাড়া বাচিক শিল্পী, দীর্ঘ ত্রিরিশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন পত্র পত্রিকায় লিখে আসছেন।
তার কাব্যগ্রন্থ জেগে আছো কবিতায়,যৌথ
আলো জ্বেলে বসে আছি যৌথ
হৃদয় বাঁধা জল কুমারী।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন