শর্বরী চৌধুরী * দু’টি কবিতা
বিবাগী
বিবাগী পাঠক খোঁজে কালোত্তীর্ণ কবিতা
শব্দের মায়াবী আলোয় ভাসান মনদরিয়ায়
সুস্থ সংসার আর প্রকৃত সন্ন্যাসের বিপ্রতীপ
জগতে গোধুলির ধুলোখেলা।
বিপন্নতা গ্রাস করে
অক্ষর আঁকা হয় বিষাদে ও রিরংসায়।
দ্বৈত
একসাথে ভেসে যায় প্রেম ও প্রত্যয়
পিছু পিছু যায় মুখ ও মুখোশ
গতজন্মের বন্ধুত্ব উপহাস করে
বিগতযৌবনা রূপসীর মতো রঙমাখা
মুখে তাকিয়ে থাকে আমার দিকে।
বাস করি প্রেমহীনতায়
বিপর্যস্ত সুখ গ্রাস করে অননুমেয় দ্বৈততায়।
***************************************************************************************
শর্বরী চৌধুরী
কবি পরিচিতি-যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের প্রাক্তন গবেষিকা। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপিকা। সাহিত্যে আগ্রহ শৈশব থেকেই। সক্রিয় লেখালিখির শুরু দ্বিতীয় দশক থেকে। একাধিক গল্প, কবিতা ও প্রবন্ধের বই প্রকাশিত।আজকাল,স্টেটস্ম্যান,কবি সম্মেলন,অনুষ্টুপ ইত্যাদি বহু পত্রিকায় কবিতা প্রকাশিত।
প্রকাশিত কবিতার বই- মায়াঘর,মখমলের ইস্তেহার,অন্ধের সাইকেল ভ্রমণ, জারুল গাছের ছায়া তাকে নি:সংগ করে দিল ও কিছু সংলাপ কিছু প্রলাপ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন