জবা ভট্টাচার্য * দু’টি কবিতা
ভাঙনপর্ব
এমন ফুরিয়ে যাওয়া মেয়েবেলা আজ
এখন দৃষ্টি ভুলেছে কটাক্ষের ছোবল
ওষ্ঠ ভরা পালকের অনার্দ্র শীত
শরীরের রাজ্যপাটে সময়ের ভাগ বাটোয়ারা
বুকে পিঠে খেলা করে সন্ন্যাসীবর্ণ বিষাদ
রামধনু মেয়ে জ্বলে, পোড়ে মোমগলা ঘরে
না বলা কথারা গুনগুন করে চুলের ভিতরে।
মনের অনুন্মোচিত কোণে, নিঃশ্বাসের কুয়াশায়
রাঙা আঁচলের গিঁঠে বেঁধে রাখি আগামীর দায়।
উদাসীন ভঙ্গিমা অভ্যাস ছলে,
তুমি ঠিক জানো অন্ধকার
যতদূর আয়ুরেখা,ততদূর
জুড়ে ,তোমারই অধিকার।
অনুরণন
এক লন্ঠন সাম্য দুলতে দুলতে মাঝরাতের
প্রতিবিম্বে এসে ঢোকে
আধোঘুমে দেখি ছায়ার ভিতর সরে সরে যায়
যাপনের অ আ ক খ
ভীতু কেরানি মন,
বোঝে না, হাফগেরস্ত রাজনীতি চর্চা
বোঝে না , মিছিলে একলা হাঁটার মায়া জ্যামিতি
আয়নায় গুলিয়ে যায় নিজেরই মুখের আদল।
অসহায় দেখি
ধৃতরাষ্ট্রের অন্ধ শাসন, দুর্যোধনের রাজনির্দেশ
ধূর্ত মামার পাশার চালে, আমজনতাকে হারতে হয়
একাল ওকাল সবকালে।
তারপর মধ্যমেধার রাতে
ধূমজ্বর এলে, চৈতন্যে প্রসন্ন সূর্য---
ঝরায় আগুন দারুণ অমায়
**************************************************************************
জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই কলকাতায়। বিবাহ সূত্রে উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত সাজি, মান্দাস, বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে। নিজের একটি কবিতা সংকলন আছে "মাধুকরী মন"।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন