ফিরে যেও
ফিরে যেও ।
দেখবে হাতের আঙুল থেকে ঝরে পড়ছে চাল ধোয়া জল ।
পায়ের রাঙা আলতার ছোপ লাগে নি কোথাও।
গোবর নিকোনো উঠোনে মানুষের ছায়ারা
কাজে মেতে আছে বহুরূপী আনন্দে আর
অলিন্দ থেকে দেখা অলীক মেঘের দল
বৃষ্টি নামাতে গেছে দূর গাঁয়ে
যেখানে মেয়েরা গান গাইতে গাইতে পার করে দিনমান।
ফিরে যেও ফিরবার আগ্রহে
দেখবে সর্বনাশা ভাঙ্গন সন্ধ্যায় আমাদের
না রাখা হিসেব নিকেশ ছাঁচ চোয়ানো বৃষ্টির ফোঁটায় ফোঁটায় জমিয়ে রাখছে খুদকুড়ো ।
একটা আস্ত রাত , কামনা তাড়িত ---
ছটফট করছে আগুনের কাঠগড়ায়
কঠিন সময়কে মুখ ভেঙচানোর অপরাধে তার
কড়া শাস্তির দণ্ড সদ্য মুকুব করেছেন ন্যায়াধীশ ।
ফিরে যেও, ফিরবার আগ্রহে -----
দেখবে বন-মাটি-জল সবকিছু, সবকিছুই
হিমায়িত হয়ে আছে সময় শরীরের আনাচে কানাচে।
তুমি সেই লাভা, উত্তেজিত তপ্ত উদগীরণ হয়ে ফেরো ।
আগুনে জিভ দিয়ে চেটে নাও শান্তিকামী পৃথিবীর সবটুকু রস ।
আসবো ফিরে
পৌঁছে গেছি অনেকটা দূর, বিজন ফেরীঘাট।
এখন ধু ধু জলের ঢেউয়ে মনের দরজা হাট।
কেউ বলেছে ফিরে এসো, থাক না পারাপার,
কিন্তু আমার চলে যাওয়াই , মিষ্টি উপহার ।
যখন ভেজে শাওন ধারায় অবুঝ দুটি চোখ
ঝোড়ো হাওয়ার মাতাল নাচন সঙ্গী আমার হোক।
চাঁদের টুকরো নদীর জলে ঝিলমিলিয়ে যায়,
ডাকলো কে সে গোপন সুরে সুদূরের খেয়ায় ।
ভাবছো বুঝি হারিয়ে যাব তুমুল ঢেউয়ের মাঝ ,
তুফান রাতের উজান হাওয়া সঙ্গী করে আজ ।
কিন্তু আবার আসবো ফিরে পরবো রাজার সাজ
যেমন করে পাতায় সাজে শুকিয়ে যাওয়া গাছ ।
***************************************************************************
সুরজিৎ চট্টোপাধ্যায়
সোনারপুর থেকে লিখছেন । সুরজিৎ চট্টোপাধ্যায়-এর এ পর্যন্ত প্রকাশিত ছয়টি কাব্যগ্রন্থ(১) 'তুমি নির্মম হলে বলেই'--প্রকাশক পত্রপুট ,(২)'তুমি একা দগ্ধ জাগো'- গ্রন্থমিত্র ,(৩) 'কাঙ্ক্ষিত স্বরলিপিগুলি'-নান্দনিক ,(৪) 'ঠিকানা হারানো চিঠি'--প্রতিভাস (৫) 'শব্দের খেলাঘরে' --কমলিনী (৬) ' হাত পেতেছি আলোর কাছে '-কমলিনী'-পরিবেশক দে'জ পাবলিশিং হাউস।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন