ঝাপসা
সুতপা ব্যানার্জী(রায়)
ঝেপে বৃষ্টি পড়ছে দেখে তাড়াতাড়ি জানলা লাগাতে ছুটে গেল রূপসা। চোখেমুখে ছিটে এল বৃষ্টির ফোঁটা। ঝাপসা কাচের মতোই ওর দৃষ্টি এখন ঝাপসা। নারকেল গাছের মাথার তীব্র নড়াচড়া শার্সির বুকে। কড়কড়ে শব্দে বাজ পড়ল,আলোর ঝলকানিতে চোখ ঝলসে গেল রূপসার। চোখ কুঁচকে আলোর ভার সরাতেই ও কার মুখ শার্সিতে? এ কি তার প্রতীক্ষার ফল?
সাদা ধবধবে তোয়ালেটা হাতে করে ছুটে গেল রূপসা। গলায় অনুরাগমিশ্রিত অনুযোগ,বলার ভঙ্গিতে চিরকেলে আদুরে সুর-"পইপই করে বলি ছাতা নিয়ে যেতে,তা শুনবে আমার কথা?ভিজে কাক হয়ে ফিরেছ। ঠাণ্ডা লাগিয়ে বিপদ না বাঁধালেই নয়,না? সর সর,এ তোমার একার কম্ম নয়,আমি মুছিয়ে দিচ্ছি মাথাটা। স্থির হয়ে একটু দাঁড়াও দেখিনি,খালি ছটফট করা।"
এভাবে আর কতক্ষণ রূপসা একা একা বকত কে জানে,বোধহয় বাধা না পেলে অনন্তকাল। পেছন থেকে রুমনা জড়িয়ে ধরল ওর মা'কে। রূপসাকে বসিয়ে শান্ত গলায় রুমনা বলল-
"মা,তুমি কার সঙ্গে কথা বলছ?কাকে তোয়ালে দিচ্ছ? একমাস হল বাবা আমাদের ছেড়ে চলে গেছে। মৃত্যু ওর থেকে আমাদের আলাদা করে দিয়েছে, এটা মেনে নাও মা।"
***************************************************************************************
অবসরপ্রাপ্ত শিক্ষিকা,বিভিন্ন পত্রপত্রিকার নিয়মিত লেখিকা। সাহিত্য পাঠ ও চর্চাই অন্যতম ভালোলাগা।প্রকাশিত একক কাব্যগ্রন্থ-১)স্বপ্নসাজ-মৃত্
প্রকাশিত একক গল্পগ্রন্থ-১) রহস্যের চিচিংফাঁক-আনন্দ প্রকাশন ২) ফিনিক্সের খুনে চোখ-বার্তা প্রকাশনী ৩) ইকিগাই- রাঙামাটি প্রকাশন



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন