জয়শ্রী গাঙ্গুলি * দু’টি কবিতা
অপেক্ষা
জমাট শব্দের ঝাঁক দলছুট নদীটির তীরে
এখনও রঙিন মেঘে আলো জেগে আছে
নির্ভার বিকেলের স্বাদে তামাপোড়া রোদ
গেঁয়ো বালকের দল এখনও মেতেছে,
যেমন দিনের শেষ ঝাঁপ দেয় আঁধারের বুকে
রাতের মগ্নতার করে আয়োজন
তোমার বিদায় হাত, এলোচুল সব
কমলিকা, ডুবে যায় ঘুমন্ত বাতাসে।
শহরের মধ্যযাম আজ অপলক
পাড়ার রোয়াকে যেন শূন্য ছায়া ঘোরে
বিপর্যস্ত সময়ের পদছাপ ঢাকা
বুনো নৌকোর ছই সেকথা জেনেছে
তবু এক দুলে ওঠা ঢেউয়ের বাসনা
জেগেছে অভ্রান্ত হয়ে কুয়াশার মাঝে।
আলো
অবাক চোখেও দেখি বিক্ষিপ্ত রাতের মাঝে
আলো ঝুলে আছে --
রোহিনী নক্ষত্রের গায়ে ফুটেছে আগুন
বুনো শালিখের পায়ে বিষন্ন সুতোর জট
পৌষের ধানক্ষেতে ডুবে গেছে কবেকার
সব শীতজ্বর
তবুও রয়েছে যেন
হাভাতে দুপুরে বোনা গাঢ় সমাচার
আমার কুটিরে আজ গেঁয়ো দল গান গায়
নবমীর চাঁদে জাগে বিষন্ন পাখির ডাক
নৈঃশব্দ্যের বীজ বুনে চলে গেছে কবে
সীমাহীন স্তব্ধতার ডুবো চরাচর।
***************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন