শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

খগেশ্বর দাস




খগেশ্বর দাস * তিনটি কবিতা 



                  










সম্পর্কের  সম্পূরক স্থিতি

গতিশীল পৃথিবী নির্মাণে প্রতিরাতে
নারী পুরুষেরা বিশেষ সুগন্ধ বিনিময় করে 
গভীর চুম্বনে সম্পূরক সম্পর্কের স্থিতি 
অসুস্থ ক্ষতের নিরাময় ।

আমাদের ঘামের শরীর নদী জলে ধুলে
হৃদয় ভালোবাসার যোগ্য হয়ে ওঠে 
প্রেমের বেদিতে ফুল নয় 
রাত্রিকালীন সোহাগ সম্পর্ক স্থাপন।

এই পর্যন্ত কোন ভুল ছিলনা পূর্বরাগে 
ধীরে ধীরে পাপড়ির অন্তস্থ বিমোচনে
সবুজ পাতায় ধূলো জমে 
জীর্ণ গাছে মুকুল আসেনা আর ।

 ধীরে ধীরে মেঘাবৃত বহতা জীবন 
সময়ের নিয়মে শরীর নিম্নগামী 
সূর্যাস্তের সীমা অতিক্রম করে হুলুস্থুল চাকা
পরিণতি বোঝার আগেই থামে সুস্থ বিনিময় ।
               
 

অলীক সমাধান 

তুমুল বিতর্কে দুলে ওঠে তুলাযন্ত্র 
দূরের বাতাসে বাজে সত্যনিষ্ঠ গান 
শীতল জলের মতো সুস্থ সমাধান 
অর্ধভেদ্য পর্দা সরে যায় অভিকর্ষের দিকে ।

বহুরূপী পালক কী করে অস্বীকার করে জলদাগ 
শ্বেত পাথরের বাটিতে যে অর্ধতরল আসলে আরোগ্য মালিশ নয় 
ঈষদুষ্ণ জলের স্নান পুরোনো রোগ সারাতে পারে না 
মনের যাযাবর কী করে চিনবে ভাঙা সোনার মহল ।

পরিপাটি বসতি আসলে নকল রাজার বাড়ি 
দিক ভোলানো প্রান্তরে ছদ্ম বাতিঘর 
জোয়ারে বসতি নয় , ফুটো গামলায় ভণ্ডুল পারাপার 
উল্টো পথে সাঁকো বানায় নকল কারিগর ।
                      
                   
                           

প্রাচীন সৌধ পরিক্রমা 

প্রাচীন বসতি -
লিজের মেয়াদ ফুরিয়ে এসেছে 
একবার দেখে নিতে চাই 
আমার বালক বয়সের প্রান্তসীমা 
কতটা ক্ষয় করেছে তার ডিজিটাল এ সময় 
 কতটা টিকে আছে স্মৃতির জায়মানতায়।

সময়কে সাজাব অনন্য প্রসাধনে
যে জীবন ঘাসের শরীরে মিশে আছে
আঁধার রাতে খুঁজেছে জোনাকির আলো 
স্মৃতিতে যাকে ভেবেছি জলসা ঘর
আজ মৃত্যুর দুয়ারে এসে 
বারে বারে সে প্রাচীন সৌধ পরিক্রমা ।
                     




******************************************************************************************************




খগেশ্বর দাস

জন্ম -১৯৫৬ শিক্ষা- এম. এস. সি. , পি. এইচডি. পেশা - অবসরপ্রাপ্ত অধ্যাপক কাব্যগ্রন্থ - ১. নিজস্ব পালক  ১৯৯৭ বইমেলা ২. স্নানঘরে নিম ফুলের গন্ধ ২০০৭ বইমেলা ৩. জ্যোৎস্না জরিপ ২০১০ বইমেলা ৪. হৃদয়ে অনন্ত নীল ডানা ২০২১ জানুয়ারি




          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন