শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বিরথ চন্দ্র মণ্ডল




ভালোবাসা

বিরথ চন্দ্র মণ্ডল 


হাজার শিস ডাকেও যখন এ"  বেড়া পেরোলে না,,,

তখন ; বুঝে গেছে এ ফিঙে-

রোপণ করা ধানের উপর উড়ন্ত  পোকা ধরার কৌশল এখনো শেখো নি।


শ্রাবণ আকাশে গজিয়ে আছে মেঘ ।

বৃষ্টি পড়বে ‌। বাজ পড়বে।

হয়তো বাজের আগুন  শেখাবে বাঁচার হদিস।  


পৃথিবীর কোথাও শুন্যতা নেই

মানুষের বাঁচার  জন্য ছত্রাক' আসে

পাশা খেলার চাতুর্য জানলে

অক্ষয় হতে পারে জীবন নগরী।


বৃষ্টি শেখাবে  তখন শুন্যতার মানে।

অনুরাগ শেখাবে এসে দোঁহে মিলে 

কী ভাবে আনাড়ী চলন

দিনের সাথে বদলাবে ক্রঢ়তার খেলা

এ প্রজন্ম শিখে নেবে কীভাবে

বাপের ও বাপ হতে জানে।













*********************************************************************************************



বিরথ চন্দ্র মন্ডল

দীর্ঘদিন সাহিত্যচর্চা করছেন ।
 আশাবরী সাহিত্য পত্রিকা (২৬ বছর)-র সম্পাদক। লিখছেন 
কাঁথি ,পূর্ব মেদিনীপুর থেকে। মূলত গল্প এবং কবিতা লেখার চেষ্টা করেন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন