কবিতাগুচ্ছ * রিজভী হাসনাত
তুমি কই?
রাত নেমে এলো
আকাশে তারাদের দেখা নেই
মেঘ মেঘ ভাব
ব্যাঙ ঘ্যাঙ ঘ্যাঙ করে
ঝিঝি পোকা করে ঝি ঝি
তুমি কই?
শুকিয়ে যাওয়া নদী খুড়িয়ে চলে
বালুবাহী ড্রেজার নদী হত্যা করে বলে
নদী কাঁদে নিরবে
সড়কের মোড়ে মোড়ে ধূলোরা আছে
উপচে গেছে নর্দমা
দু ধারে কাটা পড়ে গেছে গাছ
নর্দমার জলে পড়েছে মরচে পরা জোছনা
মন ভেঙে গেছে,বিপ্লব এসে গেছে
জানালা খুলে দেখি গরম বাতাস
তুমি কই!
আনমনা তুমি কই!
আমার দম বন্ধ লাগে।
বর্ষার রাত
বর্জ্যপাত
ভয়
সংকল্প
সংশয়
বর্ষার রাত
সিক্ত প্রকৃতি
ঘর জুড়ে আঁধারr
বিদ্যুৎহীণ
থেকে থেমে বৃষ্টি
হঠাৎ শীতল হাওয়া
দেয়ালে টিকটিকির টিক টিক
বালিশে গোজা মুখ
অনুভূতি বিমৃখ
কিংকর্তব্যবিমুঢ়
মেঘ মেঘ গুড় গুড়।
মামলা
আমি মানুষ না?
আমার কান্না পায়না?
আমি যে ভাঙতে ভাঙতে শেষ....
দেহখান হাওয়ার উপরে দাড়িয়ে আছে
ভিতরে ভিতরে হাড়গোড়,হৃৎপিণ্ড আর সাইনাস ভেনোসাস কোনাস আর্টেরিওসাস এ দলা পাকিয়ে গেছে
আমার ভাঙনের বিচার কে করবে?
কোন জজের এজলাসে বিচার দিব?
কোন উকিলবাবু আমার মামলা নিবে?
আর কত... কোন ধারায় তুমি গ্রেফতার হবে?
আর যে পারিনা....
তুমার বিচার চাই।।
ভাঙন
নদী ভাঙনে সরকার ত্রাণ দেয়
নানাবিধ সহায়তা দেয়
বাঁধ গড়ে দেয় ভাঙন কবলিত এলাকায়
আমার ভাঙনে কে সহায়তা দিবে
কে মনের পাড়ে একখানা বাঁধ করে দিবে,
কে?
তুমি হারা
রাতের আঁধারে
আকাশের জোৎস্না দেখি
কখনো রং কখনো বিবর্ন
মনের ভেতর বয়ে চলে খরস্রোতা দামোদর
যদি জলোচ্ছ্বাস আসে,কূল ভেঙে গিয়ে মোড় নেয় অন্যপথে।তারপর?
নিবিড় চলে পানকৌড়িদের কলকলে।
মাটি রঙা জল
বাঁকে বাঁকে থমকে গিয়ে বেজে ওঠে ধমসা মাদল
দু পাড়ে গড়ে ওঠেছে তাম্রলিপ্ত নগর
সেখানে ঠাঁয় দাড়িয়ে কৃষ্ণচূড়া, ছায়াহীন এ তনু শতাব্দী কাল তুমিহারা
আর সারি সারি ধান ক্ষেত,সবুজ আল,
দিক বিদিক বিভুই
যত দূর চোখ যায়,নিশ্চিহ্ন নিরবতায়
তুমি কই? কে জানে?
দেশভাগ!
মা!
ব্রিটিশ আমায় দাগ দিল, ভাগ দিল
আমার ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগিয়ে বিদায় নিল
রেডক্লিফ এসে হৃৎপিণ্ডে কলমের ঘা দিল
আমার ধর পড়ল এক দেশে আর বাকী দেহ আরেক দেশে।
সারা অঞ্চল রক্তে ভিজে গেল মা
আমার রক্তের উপর সীমন্ত রক্ষীর বুটের পাড়া পড়ল
মরেও শান্তি পেলাম না
************************************************************************
![]() |
রিজভী হাসনাত
পড়াশোনা করেছেন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সম্পন্ন করেছেন স্নাতক ও স্নাতকোত্তর। সম্পাদনা করছেন আলোকছটা( নান্দনিক কবিতাপত্র) নামে একটি কবিতার ছোট কাগজ। লিখে চলেছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বিভিন্ন ম্যাগাজিন,পত্রিকা এবং ছোট কাগজে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন