শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

অভিনন্দন মাইতি











চক্র 

অভিনন্দন মাইতি 



কথার ঝোলা খুলে
একদিন খুব ভোরে, তোর যত কথা,
শিশির ধোয়া নরম ঘাসের উপর বিছিয়ে দিচ্ছিলাম।

দেখা গেল,
        কিছু কথা            গীতবিতানের স্বরলিপি।
        কিছু কথা             কাশ্মীরি মরিচ।
       
        কিছু কথা      মাঘের শীতাতুর অভ্র, 
         তাপ চায়, তবু লাজে রা কাড়ে না।

সব কথা কথার ঝুলিতে ভ'রে
ফের কুলুঙ্গীতে তুলে রাখি।

আলোভুক একদিন সন্ধ্যায় দেখি
কুলুঙ্গীতে ভাসছে একটা কাচের গ্লাস!

গ্লাসের  আধেক জল।
      জলের উপর কাটাকুটি। সাপ-লুডো ঘর।কয়েক টুকরো হলুদ পল্লব । পাণ্ডুর  রঞ্জক। ভাসছে... 

হলুদ ক্লরোফিল  হরিৎ হচ্ছে আবার !















******************************************************************




অভিনন্দন মাইতি


গ্রাম-সলাগেড়িয়া
পোস্ট -লুটুনিয়া
থানা-সবং
জেলা-পশ্চিম মেদিনীপুর
পেশা-বেসিক কলেজের অতিথি শিক্ষক 
বিভিন্ন পত্রিকায় লেখেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন