গতস্য ভোর
আশিস মাইতি
দৃষ্টি দেহলিজে বিতত বিড়ালের।
ঔদাস্যে ইকড়ি মিকড়ি খেলে ইঁদুর,
দেরাজ থেকে দেরাজে, খোঁজ–
কৌমুদী মহার্ঘ, চানহুদারোর কৌড়ি।
সহস্র কাঁকড়ার কামড় কুসুম সজ্জার মতো
অলি-গলিতে হাড়হীন গ্রীবায়,
বে-আব্রু ডমরু বাজায়,আকুল অসুখে -
এ সবই, তুনীর তরঙ্গে ভাসে ব্রাহ্ম জালিকায়।
জীবক জীবির মতো
বিন হাতে ঘোরা নীল কুয়াশায়।
তবু ধুম্রজালে ধৈবত চাঁদ
দুঃখমোচী শত পাতার'পরে শব্দ সংকেত।
জারুল ফুল চোখ মেলে ফুল্ল বনে
দিশাহীন অন্ধকারে বৈভব খোঁজা, সেই কৌস্তুভে।
হে প্রণম্য! দিশাহীন আঁধার, তবু সে ভালো
গতস্য ভোরের জোনাকির মতো।
************************************************************************************************
আশিস মাইতি
জন্ম স্হান পূর্ব মেদিনীপুরের বালিঘাই সন্নিহিত সাহাড়দা গ্রামে। অন্তরমূখী জগতে বিচরন করেন বলে মানুষ, সমাজ ও দর্শন নিয়ে ভাবতে ভালো বাসেন। কর্মসূত্রে কলকাতায় থাকা। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। কবিতা পড়া, ভাবা ও গান শোনা ভালো লাগে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন