তুষার ভট্টাচার্য * দু’টি কবিতা
শরতের মেঘপ্রেমিক
পাখি হুঁশ বেলা শেষ হয়ে এল
তবু যাওয়া হল না আর
শিউলি শরতের মেঘ প্রেমিক হয়ে
রাত্রি নাম প্রেমিকার
নিরালা দুয়ারে ;
সূর্যাস্তের রামধনু রঙ রোদ্দুরের
তিরস্কারে
দু'চোখে শুধু অবিরত অশ্রু ঝরে l
হৃদয়ের তাঁতঘরে
চুপকথা হৃদয়ের তাঁতঘরে সারাদিন
নীরবে বেজে যায় অশ্রুনদীর গান
শ্রাবণ মেঘের ছিন্ন ডানায় উড়ে যায় না
বুক চাপা গূঢ় অভিমান ;
তবুও দখিন জানালায় যদি কখনও
ভেসে ওঠে শ্রীময়ীর টলটলে
পানপাতা মুখ
তবে মুহূর্তে সেরে যাবে ব্যর্থ ভালোবাসার
মনের অসুখ l
*******************************************************************************************************
তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ ( কলকাতা বিশ্ববিদ্যালয় ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন